এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ফের রাজ্যের শিক্ষক নিয়োগে বড়সড় ধাক্কা, মামলার জালে ফের থমকে গেলো নিয়োগ পক্রিয়া

ফের রাজ্যের শিক্ষক নিয়োগে বড়সড় ধাক্কা, মামলার জালে ফের থমকে গেলো নিয়োগ পক্রিয়া


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দীর্ঘদিন ধরেই প্রাথমিক ও উচ্চ প্রাথমিক চাকুরী প্রার্থীদের সঙ্গে রাজ্য সরকারের একটা বিরোধ চলছিলই নিয়োগ নিয়ে। টেট পরীক্ষার সমস্ত কার্যবিধি সমাপ্ত হওয়া সত্ত্বেও গত 7 বছর ধরে এই নিয়োগ আটকে রয়েছে আর এই নিয়ে চলছে জলঘোলা। পরিস্থিতি এমন পর্যায়ে চলে গেছে যেখানে মামলা উঠেছে কোর্টে। এই মুহূর্তে রাজ্যজুড়ে করোনা পরিস্থিতি চলছে। কিন্তু তার মধ্যেই নতুন করে রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে রাজ্য সরকার। আর তাই নিয়েই বেধেছে চরম গোল। এবং আবারও মামলার জটে থমকে গেল নিয়োগ প্রক্রিয়া। রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করে পায়েল বাগ নামে এক পরীক্ষার্থী।

আর তারপরেই নতুন বিজ্ঞপ্তি আটকে যায়। সূত্রের খবর, প্রাথমিক টেট ‘অনলাইন অ্যাপ্লিকেশন’ বিজ্ঞপ্তি দেওয়া হয় গত 23 শে নভেম্বর 2020। সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করা হয়। করোনা পরিস্থিতিতে জরুরী ভিত্তিতে এই মামলার অনুমতি দিয়েছে হাই কোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। শুক্রবার এই মামলার শুনানি হবে হাইকোর্টে বলে জানা গিয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে 23 শে নভেম্বর প্রাথমিকে শিক্ষক নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেই বিজ্ঞপ্তিতে 2014 সালের টেট উত্তীর্ণ প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীরাই আবেদন করতে পারবেন বলেও জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরোও জানানো হয়, যে সমস্ত টেট পরক্ষার্থীরা চূড়ান্ত বর্ষের প্রশিক্ষণের পরীক্ষা দিয়েছেন, তাঁরা ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন এর নিয়ম অনুযায়ী আবেদন করতে পারবেন। 2014 সালে যে সমস্ত প্রার্থীরা টেট উত্তীর্ণ হয়েছে এবং প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছেন, তাঁদেরও নথিপত্র যাচাই করা হবে। আর তারপরেই হাইকোর্টে যায় এক টেট পরীক্ষার্থী। ওই পরীক্ষার্থী হাইকোর্টে জানায়, 2014 সালের যে টেট পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষার প্রশ্ন ভুল ছিল। তাই নিয়ে কলকাতা হাইকোর্টে একটি মামলা হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেই মামলায় রায়ে হাইকোর্ট নির্দেশ দেয়, যে সমস্ত পরীক্ষার্থীরা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছে, তাঁদের প্রত্যেককে ওই ছয়টি প্রশ্নের পুরো নম্বর দিতে হবে এবং তাঁদেরকে চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছিল কোর্ট। কিন্তু হাইকোর্টের নির্দেশ থাকা সত্বেও রাজ্য সরকার সে ব্যাপারে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ। বরং নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য আবেদন করা হয়। আর তারপরেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এক টেট পরীক্ষার্থী। যথারীতি আবারও মামলার জালে আটকে গেল রাজ্য প্রাথমিকে শিক্ষক নিয়োগ। রাজ্য সরকারের তরফে বারবার বলা হচ্ছে, সব সময় নিয়োগ প্রক্রিয়া ব্যাহত হচ্ছে আইনি জটিলতার কারণে। পরীক্ষার্থীদের করা মামলাই এর প্রধান কারণ হিসাবে ব্যাখ্যা করা হয়েছে।

আর রাজ্য সরকারের এই অভিযোগ আরও একবার প্রমাণ হলো এদিনের ঘটনায়। সরকারি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ মাত্রই যেভাবে মামলা করা হলো, তাতে এই মুহূর্তে প্রথমিকে নিয়োগ পদ্ধতি কোনভাবেই সফল হবেনা বলে মনে করা হচ্ছে। অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, একুশের বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকার প্রাথমিকে শিক্ষক নিয়োগ করে ফেলতে চাইছিল। কিন্তু হাইকোর্টের মামলার কারণে সেই প্রক্রিয়ায় আপাতত বাধা পরল। তাতে রাজ্য সরকারের আখেরে কটটা ক্ষতি হল সেদিকেই নজর থাকবে সবার।

 

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!