এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > ফের রাষ্ট্রপতি শাসন জারির দাবি ফের তুলল বিজেপি, জেনে নিন কি বললেন কৈলাশ!

ফের রাষ্ট্রপতি শাসন জারির দাবি ফের তুলল বিজেপি, জেনে নিন কি বললেন কৈলাশ!


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই উত্তেজনা বাড়ছে রাজ্যে। উত্তরকন্যা অভিযানকে কেন্দ্র করে সোমবার রীতিমতো রণক্ষেত্রের আকার নিয়েছিল শিলিগুড়ি। বিজেপির পক্ষ থেকে এই অভিযান করে তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। আর এবার সেই উত্তরকন্যা অভিযানকে কেন্দ্র করে এক ব্যক্তির মৃত্যুর প্রক্ষিতে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি দাবি জন্য ভারতীয় জনতা পার্টি।

সূত্রের খবর, এদিন এই কর্মসূচিতে উপস্থিত হয়ে কেন্দ্রীয় বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির দাবি জানান। স্বভাবতই এতদিন কেন্দ্রীয় বিজেপির পক্ষ থেকে সেভাবে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির কথা না শোনা গেলেও, এদিন উত্তরকন্যা অভিযানের পর কৈলাস বিজয়বর্গীয় সেই ধরনের কথা বলায় রাজ্য রাজনীতিতে গুঞ্জন তৈরি হয়েছে।

জানা যায়, এদিন এই কর্মসূচিতে উপস্থিত হয়ে কৈলাস বিজয়বর্গীয় বলেন, “শান্তিপূর্ণ আন্দোলনে যেভাবে পুলিশ লাঠি, কাঁদানে গ্যাস ব্যবহার করল, লাঠিপেটা করল, তাতে প্রমাণিত এই রাজ্যে গণতন্ত্র বলে কিছু অবশিষ্ট নেই। আমরা রাষ্ট্রপতি শাসন জারির দাবি জানাচ্ছি।” যদিও বা এই ব্যাপারে কিছুটা পৃথক মন্তব্য করেছেন বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য।

তিনি বলেন, “আমরা কাউকে শহীদ হতে দেব না। তৃনমূলের স্বাভাবিক মৃত্যু আসন্ন।” একাংশ বলছেন, বেশ কিছুদিন ধরেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির ব্যাপারে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। অনেকে দাবি করতে শুরু করেছিলেন, রাজ্যের সঙ্গে রাজ্যপালের সম্পর্কের অবনতি এবং যেভাবে কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্যের দ্বৈরথ তৈরি হচ্ছে, তাতে পরিস্থিতি বেগতিক হয়ে উঠতে পারে। এমনকি মাঝে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বেশ কিছু মন্তব্য সেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির জল্পনাকে উস্কে দিতে শুরু করেন।

যদিও বা কিছুদিন আগে রাজ্যে এসে অমিত শাহ জানিয়ে দিয়েছিলেন, রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির প্রয়োজন হবে না। নির্বাচন আসলেই তৃণমূল সরকারের পতন হবে। স্বাভাবিকভাবেই এরপর কিছুটা হলেও সেই রাষ্ট্রপতি শাসন জারির জল্পনা কমতে শুরু করে। কিন্তু এদিন উত্তরকন্যা অভিযানের পর যেভাবে কৈলাস বিজয়বর্গীয় সেই রাষ্ট্রপতি শাসন জারির দাবি তুললেন, তাতে নতুন করে গুঞ্জন তৈরি হল বাংলা জুড়ে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যদিও বা কৈলাস বিজয়বর্গীয় যখন এই কথা বলছেন, তখন তার পাল্টা জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেস। এদিন এই প্রসঙ্গে লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “উত্তরাখণ্ডে বিজেপি নেতারা এই কান্ড করতে গিয়েছেন। সেখানকার প্রধান বিচারপতি রাষ্ট্রপতি শাসনের দাবি খারিজ করে দিয়েছিলেন। আর কতবার নিজেদের মুখ পোড়াতে চায় বিজেপি?” আর এরপরই কৈলাস বিজয়বর্গীয়কে কটাক্ষ করে কল্যানবাবু বলেন, “বর্গী এল দেশে। উত্তরবঙ্গের লুটতরাজ, গুন্ডামি করতে গিয়েছিল। পুলিশ আটকেছে। এতে রাষ্ট্রপতি শাসন হয় না।”

অর্থ্যাৎ বিজেপির পক্ষ থেকে যখন বিধানসভা নির্বাচনের আগে বারংবার রাষ্ট্রপতি শাসনের দাবি তোলা হচ্ছে, তখন তাকে কার্যত নস্যাৎ করে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। আর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমত সরগরম উত্তরবঙ্গের রাজনীতি‌। সব মিলিয়ে এবার উত্তরকন্যা অভিযানের পর কৈলাস বিজয়বর্গীয়র রাষ্ট্রপতি শাসনের দাবি গোটা ঘটনাকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!