ফের রাস্তায় নামছেন জুনিয়র চিকিৎসকরা, বড় কর্মসূচির ডাক! জেনে নিন! কলকাতা রাজ্য November 7, 2024 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- আর জি করের ঘটনা ঘটার পর থেকেই রাস্তায় রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। তাদের সঙ্গে সাথ দিয়ে গোটা নাগরিক সমাজ বিচারের দাবিতে রাস্তায় রয়েছেন। কিন্তু এখনও পর্যন্ত বিচার হয়নি বলেই দাবি সকলে। আর সেই জায়গায় দাঁড়িয়ে অভয়ার সঙ্গে যে নৃশংস ঘটনা ঘটেছে, তার ৯০ দিন যখন দরজায় কড়া নাড়ছে, ঠিক তখনই আবার রাস্তায় নামতে চলেছেন জুনিয়র চিকিৎসকরা। সূত্রের খবর, আগামী ৯ নভেম্বর অভয়ার সঙ্গে ঘটে যাওয়া নৃশংস ঘটনার তিন মাস পূর্ণ হচ্ছে। আর সেই জন্যই বিচারের দাবিতে সেদিনই বড় কর্মসূচির ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। জানা গিয়েছে, কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত একটি মহা মিছিল করবেন তারা। মূলত, সিবিআই যে ঘটনার তদন্ত করছে তার দ্রুত নিষ্পত্তির দাবিতে এবং সকল দোষীরা যাতে সাজা পায় এবং বিচার হয়, তার জন্যেই আবারও রাজপথে নামতে চলেছেন আন্দোলনকারীরা। আপনার মতামত জানান -