ফের রনাঙ্গন শিক্ষাক্ষেত্র, সংঘর্ষে জড়ালো এসএফআই বনাম টিএমসিপি! তৃণমূল বামফ্রন্ট রাজনীতি রাজ্য January 22, 2025 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যে এখনও কলেজ নির্বাচন হয়নি। আর তার আগেই মাঝেমধ্যেই কার হাতে ক্ষমতা থাকবে, তা নিয়ে বিভিন্ন শিক্ষাঙ্গন অশান্ত হতে দেখা যাচ্ছে। সাধারণ রাজনীতির মত উত্তপ্ত হচ্ছে কলেজ রাজনীতিও। এবার পতাকা লাগানোকে কেন্দ্র করে এসএফআই বনাম টিএমসিপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠলো কালনা কলেজ। সূত্রের খবর, এদিন কালনা কলেজে এসএফআইয়ের পক্ষ থেকে পতাকা লাগানোর কর্মসূচি নেওয়া হয়। আর তাতেই বাধাদান করার অভিযোগ ওঠে শাসক দলের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। যদিও বা সেই অভিযোগ অস্বীকার করেছে টিএমসিপি। তবে গোটা ঘটনাকে কেন্দ্র করে রীতিমত উত্তপ্ত হয়ে রয়েছে কলেজ চত্ত্বর। আপনার মতামত জানান -