এখন পড়ছেন
হোম > জাতীয় > ফের শীর্ষে বাংলা, নয়া পালক রাজ্যের মুকুটে, পুরভোটের আবহে খুশির উচ্ছাস ঘাসফুল শিবির

ফের শীর্ষে বাংলা, নয়া পালক রাজ্যের মুকুটে, পুরভোটের আবহে খুশির উচ্ছাস ঘাসফুল শিবির


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – পুরভোটের মুহূর্তে রাজ্যের বড়োসড়ো প্রাপ্তিযোগ। প্রাথমিক শিক্ষায় বাংলা এবার দেশের মধ্যে শীর্ষ স্থান অধিকার করল। কেন্দ্রীয় সরকারের এক রিপোর্টে ফের শীর্ষে চলে এলো বাংলা।

প্রধানমন্ত্রীর ইকোনমিক অ্যাডভাইসরি কাউন্সিলের পক্ষ থেকে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। পঞ্চম শ্রেণি পর্যন্ত বেশ কিছু মানদণ্ডের বিচারে প্রাথমিক শিক্ষা নিয়ে এই মূল্যায়ন করা হয়েছে। রিপোর্টে জানানো হয়েছে, জাতীয় র‍্যাঙ্কিং এর ক্ষেত্রে ফাউন্ডেশনাল লিটারেসি ও নিউমেরেসি সূচকে একেবারে প্রথম স্থানে উঠে এসেছে বাংলা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই রিপোর্ট প্রকাশের পরই রাজ্যের শিক্ষক, অভিভাবক ও শিক্ষা দপ্তরকে বিশেষ অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। একটি টুইট করে তিনি জানিয়েছেন, পশ্চিমবঙ্গের জন্য এটি একটি দারুন খবর। দেশের জাতীয় র‍্যাঙ্কিং-এ ফাউন্ডেশনাল লিটারেসি ও নিউমেরেসি সূচকে শীর্ষ স্থান অধিকার করেছে বাংলা। এই অসামান্য কৃতিত্বের জন্য শিক্ষা বিভাগের সকল শিক্ষক, অভিভাবক ও সদস্যদের অভিনন্দন জানাচ্ছেন
তিনি।

এ প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষকের জানাচ্ছেন যে, পুরভোটের মুহূর্তে রাজ্যের মুকুটে এই নতুন পালক যথেষ্ট রকম ভাবে উজ্জীবিত করেছে রাজ্যের শাসক দল তৃণমূলকে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!