এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ফের শুভেন্দু অধিকারীর সভায় গোলমাল পাকানোর অভিযোগে অভিযুক্ত শাসকদল তৃণমূল

ফের শুভেন্দু অধিকারীর সভায় গোলমাল পাকানোর অভিযোগে অভিযুক্ত শাসকদল তৃণমূল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আবার শুভেন্দু অধিকারীর সভা ভণ্ডুল করার চেষ্টার অভিযোগ উঠল শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। ইতিপূর্বে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর সভায় ঢিল ছোড়ার অভিযোগ উঠেছিল শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। আজ পুরুলিয়ার কাশীপুরে শুভেন্দু অধিকারীর সভায় গন্ডগোল বাঁধানোর অভিযোগ উঠে এলো তৃণমূলের বিরুদ্ধে। শুভেন্দুর সভায় অকস্মাৎ তৃণমূলের পতাকা হাতে বেশ কিছু তৃণমূল কর্মীকে চড়াও হতে দেখা যায়। এর সঙ্গেই একটি গাড়ি এসে পরে সভাস্থলে। সবকিছু নিয়েই তীব্র চাঞ্চল্যকর পরিস্থিতির উদ্ভব হয়। শেষপর্যন্ত পরিস্থিতি শান্ত হয় শুভেন্দু অধিকারীর চেষ্টাতেই।

শুভেন্দু অধিকারী বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এগিয়ে আসেন। তিনি এই বিশৃংখলার জন্য পুলিশের নিষ্ক্রিয়তাকে অভিযুক্ত করেছেন। এ প্রসঙ্গে তিনি ডায়মন্ড হারবার থেকে বদলি হওয়ার জনৈক পুলিশ কর্তার দিকে অভিযোগের আঙুল তোলেন। তিনি জানান তাঁর সভার লোক দেখেই মাথা ঘুরে গেছে। তিনি জানালেন, তোলাবাজ ভাইপোর একজন চাটুকারকে ডায়মন্ড হারবার থেকে আনা হয়েছে এখানে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন যে, পুলিশের অনুমতি নিয়েই এই সভার তিনি আয়োজন করেছেন, কিন্তু এরপরও এখানে কোন স্থানীয় পুলিশ নেই। তারপর তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে তিনি জানালেন যে, আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল পোলিং এজেন্ট দেওয়ার মতও লোক পাবে না। এরপরই তৃণমূল সরকারকে তিনি প্রতারক ও ঠকবাজের সরকার বলে কটাক্ষ করেন। শুভেন্দু অধিকারী এই প্রতারক ও ঠকবাজের সরকারকে ফেলে দেবার জন্য জনগণের কাছে আবেদন জানালেন।

তিনি জানান তৃণমূল একটি প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত হয়েছে। এই দল এখন এখন দেড়-দুজনের কোম্পানিতে পরিণত হয়েছে। আগামী বিধানসভা নির্বাচনের পুরুলিয়ায় ৯-০ করার ডাক দিলেন শুভেন্দু অধিকারী। এরপর শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানালেন যে, শুভেন্দু অধিকারীকে তাঁরা গণনার মধ্যে ধরেন না। তাঁকে নিয়ে তাঁদের লড়াই নয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!