এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > ফের শুভেন্দু গড়ে সিআইডি হানা,একের পর এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ, প্রতিহিংসার অভিযোগ শুভেন্দুর

ফের শুভেন্দু গড়ে সিআইডি হানা,একের পর এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ, প্রতিহিংসার অভিযোগ শুভেন্দুর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত ২০১৮ সালে কাঁথিতে অধিকারী বাড়ির নিকটের এক পুলিশ ব্যারাকে নিজের সার্ভিস রিভলবার থেকে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছিলেন শুভেন্দু অধিকারীর তৎকালীন নিরাপত্তারক্ষী শুভব্রত চক্রবর্তী। তাঁর স্ত্রী সুপর্ণা কাঞ্জিলাল চক্রবর্তী স্বামীর অস্বাভাবিক মৃত্যু নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। তাঁর অভিযোগের পর এর তদন্তে নিযুক্ত হয়েছে সিআইডি। দুদিন আগেই এর তদন্তে কাঁথিতে উপস্থিত হয়েছিল সিআইডির একটি বিশেষ প্রতিনিধি দল। গতকাল বিকেলে আবার কাঁথি যেতে দেখা গেল সিআইডি অফিসাদের। গতকাল একাধিক চিকিৎসক, স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেছেন সিআইডির আধিকারিকেরা।

গতকাল বেশকিছু ভিডিওগ্রাফি যেমন করা হয়েছে তেমনি শুভেন্দু অধিকারীর নিরাপত্তারক্ষীদের কাছে গিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। দুদিন আগে তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারীর সঙ্গে এ বিষয়ে সাক্ষাৎ করেছেন সিআইডি আধিকারিকেরা। শুভেন্দু অধিকারীর নিরাপত্তারক্ষী শুভব্রত চক্রবর্তী গুলিবিদ্ধ হওয়ার পর যেসব চিকিৎসকেরা তাঁর চিকিৎসা করেছিলেন। তাঁদের সঙ্গে গতকাল কথা বলতে দেখা গেছে সিআইডির আধিকারিকদের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার, সেসময় কাঁথির যে পুলিশ অফিসারেরা ইনভেস্টিগেশন করেছিলেন তাঁদের সঙ্গেও যোগাযোগ করেন সিআইডির আধিকারিকেরা। শুভব্রত চক্রবর্তীর কাঁথিতে থাকার সময় যেসব দোকানে যেতেন তেমন কিছু দোকানদারের সঙ্গে গতকাল যোগাযোগ করতে দেখা যায় সিআইডির আধিকারিকদের। শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে থাকা যে পুলিশ ব্যারাকে থাকতেন শুভব্রত চক্রবর্তী,সেখানে যেতে দেখা গিয়েছিল সিআইডির আধিকারিকদের। বেশকিছু ভিডিওগ্রাফি করতেও দেখা গিয়েছিল তাদের।

এ প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানালেন যে, তাঁর পেছনে হাত ধুয়ে পড়ে আছে। কিন্তু তিনি ভয় পাননি। তিনি জানান, নন্দীগ্রামে ১০০ বার পুনর্গননা করা হলেও তিনিই জিতবেন। আবার, গত শনিবার তিনি জানিয়েছিলেন যে, এক ইঞ্চি জমিও তিনি ছাড়বেন না। ২ বছর ৮ মাস আগে কে আত্মহত্যা করেছে? তা নিয়ে এখন তদন্ত করা হচ্ছে। তাঁকে সিআইডি দেখিয়ে লাভ নেই। তাঁর বাড়িতে ৮০ বছরের বৃদ্ধ পিতা ও ৭৩ বছরের বৃদ্ধা মা আছেন। তাঁরা কেমন আছেন? তা দেখার জন্য সিআইডি পাঠানো হয়েছিল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!