এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ফের শুভেন্দুর আইনি প্যাঁচে পড়তে চলেছেন মমতা, নয়া শঙ্কায় ঘাসফুল!

ফের শুভেন্দুর আইনি প্যাঁচে পড়তে চলেছেন মমতা, নয়া শঙ্কায় ঘাসফুল!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিধানসভার পিএসি কমিটি নিয়ে দীর্ঘদিন ধরেই শাসক বিরোধী তরজা চলছে। দলবদল করা মুকুল রায়কে প্রথমে সেই কমিটির চেয়ারম্যান করা হয়েছিল। যার প্রবল বিরোধিতা করেছিল ভারতীয় জনতা পার্টি। পরবর্তীতে সেই মুকুল রায়ের বিধায়ক পদ সহ তাকে কেন চেয়ারম্যান করা হল, তা নিয়ে আদালতে মামলা দায়ের করেন রাজ্যের বিরোধী দলনেতা। শেষ পর্যন্ত কিছুদিন আগেই সেই মুকুল রায় নিজের পদ থেকে ইস্তফা দিয়েছেন।

আর এই পরিস্থিতিতে এবার সেই কমিটির চেয়ারম্যান করা হয়েছে বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানীকে। যার ফলে আবারও ময়দানে নেমে পড়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রীতিমতো নিজের স্বভাব সিদ্ধ ভঙ্গিমায় তিনি যে এর শেষ দেখে ছাড়বেন এবং তৃণমূল কংগ্রেসকে ব্যাপক মাত্রায় চাপে ফেলবেন, তা স্পষ্ট করে দিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে শুভেন্দু অধিকারীকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “এই কমিটির যে গরিমা, সেই গরিমাকে নষ্ট করে দেওয়া হচ্ছে। বিধানসভাকে পরিচালিত করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের এখনও এই কমিটির কপি দেওয়া হয়নি। 24 ঘন্টা সময় দিয়েছি। কপি না দিলেও কোর্টে যাব। কপি দিলেও কোর্টে যাব।”

অর্থাৎ শুভেন্দু অধিকারী যে এই কমিটির নয়া চেয়ারম্যান নিয়ে শাসক দলের চাপ আরও বাড়িয়ে দেবেন, তা বলার অপেক্ষা রাখে না। যার ফলে আবার নতুন করে শুভেন্দু অধিকারীর আইনি চাপে পড়তে হতে পারে রাজ্য সরকারকে বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!