এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ফের শুভেন্দুর একবার বিজেপিতে আসা নিয়ে মুখ খুললেন মুকুল রায়, জেনে নিন

ফের শুভেন্দুর একবার বিজেপিতে আসা নিয়ে মুখ খুললেন মুকুল রায়, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  নন্দীগ্রাম দিবসের অরাজনৈতিক মঞ্চ থেকে বেশকিছু ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। যেখানে নাম না করে দলের একাংশের বিরুদ্ধে এতদিন পর নন্দীগ্রামকে মনে পড়েছে বলে সরব হয়েছেন। স্বাভাবিকভাবেই এদিনের এই সভার পর শুভেন্দু অধিকারীর সঙ্গে বিজেপির ঘনিষ্ঠ যোগাযোগ নিয়ে নানা মহলে জল্পনা তৈরি হয়েছে। আর এমত পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীর বিজেপি যোগ নিয়ে এবার মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়।

বলা বাহুল্য, বেশ কিছুদিন ধরে শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূলের দূরত্ব তৈরি হতে দেখা যাচ্ছে। এমনকি এতদিন নন্দীগ্রামের সূর্যোদয়ের বর্ষপূর্তি উপলক্ষে তৃণমূলের পক্ষ থেকে একটি অনুষ্ঠান হলেও, এদিন শুভেন্দু অধিকারী অরাজনৈতিক ব্যানারে কর্মসূচি এবং পৃথকভাবে তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে অন্য একটি কর্মসূচি হতে দেখা গেছে। যাকে নিয়ে বিস্তর জলঘোলা তৈরি হয়েছে এই নন্দীগ্রামে। আর এমত পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীর সঙ্গে দলের দূরত্ব এবং তার বিজেপিতে যোগ নিয়ে জল্পনা তৈরি হচ্ছে। আর এই অবস্থায় সেই শুভেন্দু অধিকারীর বিজেপি যোগের জল্পনা নিয়ে মন্তব্য করলেন দলের সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়।

সূত্রের খবর, এদিন মুকুল রায় বলেন, “শুভেন্দু অধিকারীর রাজনৈতিক কৌশল আমি জানি না। তবে সে তার রাজনীতিটা করছে। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী সব সময় সভা করত। তৃণমূল কোনোদিন সভা করেনি। এবার হঠাৎ করে নন্দীগ্রামে যাওয়ার তাগিদ পেয়েছে তৃণমূল কংগ্রেস। তাই তারা আলাদা করে সভা করতে গিয়েছে। আজ তৃণমূল যাচ্ছে, কিন্তু কাল যাবে কিনা, তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। কেননা আগে তৃণমূল নন্দীগ্রামকে অস্বীকার করত। কিন্তু এই সভা আজ নতুন নয়। সেখানে আগেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাড়া সভা হয়েছে।”

অর্থাৎ মুকুল রায় একথা বলে শুভেন্দু অধিকারীর পক্ষ অবলম্বন করার চেষ্টা করলেন। কেননা শুভেন্দু অধিকারী পৃথকভাবে সভা করায় তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছিল। আর মুকুল রায় দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসে থাকার সুবাদে অতীতের কথা তুলে ধরে শুভেন্দুবাবুর পক্ষে কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে কার্যত অস্বস্তিতে ফেলে দিলেন বলেই দাবি বিশেষজ্ঞদের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু যেভাবে অরাজনৈতিক ব্যানারে সভা করে শুভেন্দু অধিকারী বিভিন্ন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন, তাতে এই বিষয় নিয়ে তিনি কি মনে করছেন! এদিন এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের কর্মসূচির প্রশংসা করেন মুকুল রায়। তিনি বলেন, “শুভেন্দু অধিকারীর কর্মসূচি ভালো হয়েছে। যে পরিস্থিতিতে দাঁড়িয়ে শুভেন্দু এই সভা করেছে, তার জন্য তাকে ক্রেডিট দিচ্ছি। শুভেন্দু অধিকারীর সভা তাৎপর্যপূর্ণ। কেননা তৃণমূলকে এর জন্য পাল্টা সভা করতে হয়েছে। তৃনমূল নিজেদের বিপদ কাছে ডেকে এনেছে। নন্দীগ্রাম আন্দোলনের সঙ্গে আমিও যুক্ত ছিলাম। যারা আজ নন্দীগ্রাম নিয়ে বড় বড় কথা বলছে, নন্দীগ্রাম আন্দোলনের সময় কাউকে দেখা যায়নি। শুভেন্দু আর আমি দুটি আলাদা রাজনৈতিক দল করি। শুভেন্দু অধিকারী তার রাজনৈতিক মত রেখেছেন। সেই সম্পর্কে মতামত দেওয়াটা ঠিক হবে না।”

আর শুভেন্দুবাবুকে নিয়ে যে জল্পনা তৈরি হয়েছে, সেই ব্যাপারে বিশেষ কোনো মন্তব্য করতে রাজি হলেন না মুকুল রায়। তবে নিজের বক্তব্যের মধ্যে দিয়ে শুভেন্দু অধিকারীর আন্দোলনকে কার্যত সম্মান জানাতে দেখা গেল তাকে। পাশাপাশি তৃণমূল কংগ্রেসকেও কার্যত অস্বস্তিতে ফেলে দিলেন হেভিওয়েট এই বিজেপি নেতা। সব মিলিয়ে মুকুল রায়ের শুভেন্দু অধিকারীর পক্ষ অবলম্বন আগামীদিনে এই দুই রাজনৈতিক ব্যক্তিত্বকে এক প্লাটফর্মে নিয়ে আসে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!