এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, ভাঙ্গর নিয়ে দলের অন্দরে ক্রমশ বাড়ছে অস্বস্তি

ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, ভাঙ্গর নিয়ে দলের অন্দরে ক্রমশ বাড়ছে অস্বস্তি

আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আবার প্রকাশ্যে শাসকদল তৃণমূলের গোষ্ঠী কোন্দল। সম্প্রতি তৃণমূলের গোষ্ঠী কোন্দল ক্রমশ প্রকাশ্য চলে আসছে। দলে ক্রমশ বাড়ছে বিক্ষুব্ধ নেতার সংখ্যা, যারা বারবার সরব হচ্ছেন দলের বিরুদ্ধে। গতকাল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে দলের বেশ কিছু নেতার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন ভাঙ্গড়ের প্রভাবশালী তৃণমূল নেতা তথা জেলা পরিষদ সদস্য নান্নু হোসেন। গতকাল মঙ্গলবার ভাঙড়ের শোনপুরে তৃণমূলের সংখ্যালঘু সেলের একটি দলীয় কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে এসেছিলেন তিনি।

এই অনুষ্ঠান মঞ্চ থেকেই ভাঙ্গড় ২ ব্লক তৃণমূল সভাপতি ওহিদুল ইসলাম সম্পর্কে তিনি জানালেন যে, ব্লক সভাপতি ওহিদুল ইসলাম নিজেকে ব্লক সভাপতি বলে দাবি করে থাকেন। অথচ ব্লক সভাপতির দায়িত্ব পালন করেন না তিনি। তিনি আরো অভিযোগ করেছেন যে, ব্লক অফিসে কয়েকজন ঠিকাদার আছেন, তাদের মধ্যে পাঁচজন হলেন ব্লক সভাপতি ওহিদুল ইসলামের আত্মীয়। তিনি অভিযোগ করেছেন যে, ব্লক অফিস এখন চালাচ্ছে ঠিকাদারেরা।

প্রসঙ্গত ভাঙ্গড়ের তৃণমূল শিবিরে নান্নু হোসেন হলেন আরাবুল ইসলাম ও অহিদুল ইসলামের বিরোধী গোষ্ঠীর নেতা। বেশ কয়েকবার তাঁকে দেখা গেছে, তাদের বিরুদ্ধে নামতে। প্রসঙ্গত, গত ২০১১ সালের বিধানসভা নির্বাচনে আরাবুল ইসলামকে তৃণমূল প্রার্থী করা হলে, তাঁকে পরাস্ত করার পরিকল্পনা নেন তিনি। নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়ে তাঁর পরাজয়ের রাস্তা তৈরি করেন তিনি।

আপনার মতামত জানান -

নির্দল প্রার্থী হয়ে নান্নু হোসেন ভোট কেটে নেওয়ায় আরাবুল ইসলাম নির্বাচনে পরাজিত হন। জয়লাভ করেন সিপিএম প্রার্থী বাদল জমাদার। গতকাল দলীয় কার্যালয়ের উদ্বোধন মঞ্চ থেকে সরাসরি আরাবুল ইসলামের নাম না করেও নান্নু হোসেন জানালেন যে, ভাঙ্গড়ের একজন নেতা আছেন, যিনি নিজেকে ভূমিপুত্র বলে দাবি করে থাকেন। অথচ তিনি নিজের এলাকা মাছিভাঙা, খামারাইটে ঢোকার সাহস পান না।

তৃণমূল নেতা নান্নু হোসেন দলের প্রতি ক্ষোভ প্রকাশ করে জানালেন যে, ভাঙ্গরে তৃণমূল নেতারা এতটাই দুর্নীতি গ্রস্থ হয়ে পড়েছেন যে, ঢালাই রাস্তার পরিবর্তে ঝামার রাস্তা তৈরি করা হচ্ছে। ব্লক অফিস যাবার রাস্তায় বছরে তিনবার টেন্ডার করা হচ্ছে। গতকাল নান্নু হোসেন দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করার পর, তাঁর মতই দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন ব্লকের কৃষি কর্মাধ্যক্ষ আব্দুর রহিম, বন ও ভূমি কর্মাধ্যক্ষ মিজানুর আলম। তাঁরা অভিযোগ করেছেন যে, ভাঙ্গরের তৃণমূল নেতাদের জন্যই ক্রমশ শক্তিশালী হচ্ছে আব্বাস সিদ্দিকির দল।

গতকাল নান্নু হোসেনের বক্তব্য প্রসঙ্গে দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূল সহ সভাপতি শক্তি মণ্ডল জানালেন যে, নান্নু হোসেন হলেন তৃণমূল দলের একজন পুরোনো কর্মী। দলের প্রতি তাঁর যদি কোন ক্ষোভ থাকে, তাহলে তা দলের অন্দরেই তিনি আলোচনা করতে পারতেন। প্রকাশ্য সভায় এভাবে বক্তব্য রাখা উচিত নয়। এর ফলে দলের ভাবমূর্তি নষ্ট হয়। গতকাল নান্নু হোসেনের এই বক্তব্য প্রসঙ্গে আরাবুল ইসলাম, ওহিদুল ইসলাম অবশ্য কোন বক্তব্য রাখেন নি। এভাবে, ভাঙ্গরে প্রকাশ পেল শাসক দল তৃণমূলের গোষ্ঠী কোন্দল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!