এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ফের তথ্য গোপনের অভিযোগ! শীর্ষ আদালতের চাপের মুখে মমতা-প্রশাসন!

ফের তথ্য গোপনের অভিযোগ! শীর্ষ আদালতের চাপের মুখে মমতা-প্রশাসন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- করোনা ভাইরাসের সংকটজনক মুহূর্তে কোন কোন রাজ্যে কতজন শিশু অনাথ হয়েছে, সেই ব্যাপারে প্রতিটি রাজ্যের কাছে জানতে চাওয়া হয়েছিল। সেই মতো করে সুপ্রিম কোর্টে নিজেদের তথ্য জমা দেয় পশ্চিমবঙ্গ সরকার। কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের এই তথ্য নিয়েই এবার বড়সড় প্রশ্ন তুলে দিল দেশের শীর্ষ আদালত। যার ফলে ব্যাপক চাপের মুখে পড়ে গেল রাজ্য প্রশাসন। বস্তুত, রাজ্যের পক্ষ থেকে করোনা ভাইরাসের এই সংকটজনক মুহূর্তে মাত্র 27 জন শিশু অনাথ হয়েছে বলে জানানো হয়েছিল। কিন্তু আদালতের পক্ষ থেকে রাজ্যের সেই বক্তব্য নিয়েই প্রশ্ন তুলে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে করোনা ভাইরাসের এই সময়কালে রাজ্যে 27 জন শিশু অনাথ হয়েছে বলে জানানো হয়েছে। আর তারপরেই এই ব্যাপারে রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দেয় শীর্ষ আদালত। যেখানে আদালতের পক্ষ পশ্চিমবঙ্গের দেওয়াই তথ্য নিয়ে তোলা হয় প্রশ্ন। যেখানে সুপ্রিম কোর্টের বিচারপতি এল নাগেশ্বর রাওয়ের নেতৃত্বাধীন বেঞ্চের পক্ষ থেকে রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে বলা হয়, “আপনি যদি বলেন, এই সময়ের মধ্যে মাত্র 27 জন শিশু অনাথ হয়েছে, তাহলে আমরা বয়ান নথিভুক্ত করব ঠিকই। কিন্তু মনে রাখবেন, পশ্চিমবঙ্গ একটি বড় রাজ্য। আমরা এই তথ্য বিশ্বাস করতে পারব না। অকারনে দায়িত্বজ্ঞানহীনের মত মন্তব্য করবেন না। আর কোনো অজুহাত দেবেন না। পরিস্থিতির গভীরতা বোঝার চেষ্টা করুন। অনাথ শিশুদের দেখভাল করার মতো কেউ নেই। আমাদের দায়িত্ব তাদের রক্ষা করা।” আর শীর্ষ আদালতের এই মন্তব্যে পশ্চিমবঙ্গ সরকার যে যথেষ্ট চাপের মুখে পড়ে গেল, তা বলার অপেক্ষা রাখে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে বলতে শুরু করেছেন, রাজ্য সরকারের পক্ষ থেকে যে কিছুটা হলেও তথ্য গোপন করা হয়েছে, তা সুপ্রিমকোর্টের এই বক্তব্যের মধ্য দিয়েই পরিষ্কার। আর সেই কারণেই দেশের শীর্ষ আদালত পশ্চিমবঙ্গের এই তথ্য নিয়ে সংশয় প্রকাশ করেছে। সেদিক থেকে প্রকৃত তথ্য দিলে রাজ্যের অসুবিধা হওয়ার কথা ছিল না বলেই দাবি করছেন একাংশ। অনাথ শিশুদের ভবিষ্যতের জন্য সুপ্রিমকোর্টের পক্ষ থেকে বিভিন্ন রাজ্যে করোনা ভাইরাসের এই সংকটকালে কতজন শিশু অনাথ হয়েছে, সেই তথ্য জানতে চাওয়া হচ্ছে। কিন্তু সেই তথ্যতেও যদি কারচুপি থাকে, তা হলে সেই সমস্ত রাজ্য সরকারের সদিচ্ছা নিয়ে যে ব্যাপক প্রশ্ন উঠতে শুরু করবে, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!