এখন পড়ছেন
হোম > জাতীয় > ফের ত্রিপুরায় নির্বাচন? আজই বড় পদক্ষেপ নিতে পারে তৃণমূল!

ফের ত্রিপুরায় নির্বাচন? আজই বড় পদক্ষেপ নিতে পারে তৃণমূল!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বৃহস্পতিবার আগরতলা পৌরসভার নির্বাচন সম্পন্ন হয়েছে। তবে দিনের শেষে সেই নির্বাচনকে ঘিরে নানা অভিযোগ উঠতে শুরু করেছে। তৃণমূলের অভিযোগ, কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন হয়নি। সম্পূর্ণরূপে সন্ত্রাস করে গণতন্ত্রের কণ্ঠরোধ করা হয়েছে। আর এই পরিস্থিতিতে আজ শুক্রবার এই ব্যাপারে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে ঘাসফুল শিবির বলে মনে করা হচ্ছে।

বলা বাহুল্য, নির্বাচনের প্রচারের সময় বিজেপির বিরুদ্ধে নানা অভিযোগ উঠতে শুরু করে। আর সেই সময় সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, সকলকে প্রচার করার অধিকার দিতে হবে। এমনকি সন্ত্রাস যাতে না হয়, তার ব্যাপারে নজর দেওয়ার কথাও বলেছিল দেশের শীর্ষ আদালত। কিন্তু তারপরেও বিভিন্ন ঘটনা সামনে এসেছে। আর এবার নির্বাচনে ব্যাপক সন্ত্রাস হওয়ার কারণে সেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে তৃণমূল কংগ্রেস।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যার ফলে একাংশ মনে করছেন, যদি সুপ্রিম কোর্ট এই ব্যাপারে কড়া নির্দেশ দেয়, তাহলে যথেষ্ট চাপে পড়ে যেতে পারে ত্রিপুরার নির্বাচন কমিশন এবং বিজেপি সরকার। এক্ষেত্রে যদি এই নির্বাচন বাতিল করার বিষয়টিতেই সীলমোহর পড়ে, তাহলে কিন্তু আবার নির্বাচন হতে পারে আগরতলায়। স্বাভাবিক ভাবেই এই ব্যাপারে তৃণমূলের পদক্ষেপ কি হয় এবং তৃণমূল যদি আদালতের শরণাপন্ন হয়, তাহলে এই ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করে দেশের শীর্ষ আদালত, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!