এখন পড়ছেন
হোম > জাতীয় > ফের ট্রোলের শিকার হেমা মালিনী, সমালোচনায় মুখর নেটিজনরা

ফের ট্রোলের শিকার হেমা মালিনী, সমালোচনায় মুখর নেটিজনরা


2014 সালের লোকসভা নির্বাচনের পর নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকার ক্ষমতায় আসলে স্বচ্ছ ভারত প্রকল্প চালু করে কেন্দ্র। আর তারপর থেকেই বিভিন্ন সময় সংসদ ভবনের চত্বর থেকে গঙ্গার ঘাট প্রায় প্রতিটা জায়গাতেই ঝাঁটা হাতে ঝাড় দিতে দেখা যায় প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী থেকে শুরু করে তার দলের সাংসদদের।

সম্প্রতি বিজেপি সাংসদরা ফের সংসদ ভবনের সামনে তাদের স্বচ্ছ ভারত অভিযান শুরু করেন। যেখানে সংসদ ভবন চত্বরে তাদের ঝাঁটা হাতে নামতে দেখা যায়। আর এখানে অংশ নিয়েছিলেন হেমা মালিনীও। কিন্তু স্বচ্ছ ভারতে অংশ নেওয়ায় তিনি সকলের প্রশংসার সম্মুখীন হবে বলে অনেকে মনে করলেও ঠিক তার উল্টো ঘটনাটাই ঘটল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, ঝাঁটা হাতে সংসদ ভবনের চত্বর হেমা মালিনী পরিষ্কার করছে দেখে তা নিয়ে বিরোধীদের তরফে তাকে কড়া ভাষায় কটাক্ষ করা হয়েছে। এদিন এই প্রসঙ্গে সেই হেমা মালিনীকে কটাক্ষ করে জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স দলের নেতা ওমর আবদুল্লা বলেন, “পরেরবার ছবি তোলার আগে ঝাড়ু ধরাটা অভ্যাস করুন।”‌

প্রসঙ্গত, এর আগেও বহুবার বিতর্কে জড়াতে দেখা গেছে এই হেমা মালিনীকে। লোকসভা নির্বাচনের আগে কখনও কৃষকদের সঙ্গে ধান কাটা, আবার কখনও বা ট্রাক্টরের সাথে ফ্যান লাগিয়ে জনসংযোগ – প্রায় সব ঘটনা নিয়েই নেটিজেনদের ট্রোলের শিকার হতে হয়েছে এই সাংসদকে। আর এবার সংসদের সামনে ঝাঁটা হাতে স্বচ্ছ ভারত অভিযানে অংশগ্রহণ করে সোশ্যাল মিডিয়ায় তিনি তার ছবি ছাড়লেও তা নিয়েও এবার সমালোচকদের কড়া সমালোচনার মুখে পড়তে হল এই বিজেপি সাংসদকে। যা নিয়ে কিছুটা হলেও এখন অস্বস্তিতে পড়েছেন এই বিশিষ্ট অভিনেত্রী সাংসদ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!