এখন পড়ছেন
হোম > জাতীয় > ফের ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ ! ট্রেন্ড বজায় রেখে বাড়ছে সর্বোচ্চ দৈনিক করোনা সংক্রমণ !

ফের ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ ! ট্রেন্ড বজায় রেখে বাড়ছে সর্বোচ্চ দৈনিক করোনা সংক্রমণ !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-   আবারও নতুন করে করোনা সংক্রমন দৈনন্দিন ঊর্ধ্বমুখী হয়ে চলেছে ,  লাগাতার যেভাবে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে চলেছে তা তাতে করোনা চতুর্থ ঢেউ কী আছড়ে পড়তে চলেছে ? তবে এখনই এ বিষয়ে স্পষ্ট ইঙ্গিত তেমনটা পাওয়া যাচ্ছে না । তবে  যে ভাবে দৈনন্দিন করোনা আক্রান্তের সংখ্যা ক্রমাগত বেড়ে যাচ্ছে তা যথেষ্ট উদ্বেগারে কারণ বলে মনে করছেন বিষেশজ্ঞরা ।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী জানা গেছে গত 24 ঘন্টায় দেশের নতুন করে করোনা আক্রান্ত  হয়েছেন ৭৫৮৪ জন , যা গতকালকের তুলোনায় বেশি । শুক্রবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী  জানা  যাচ্ছে যে বর্তমানে দেশে করোনার অ্যাকটিভ কেস ৩৬,২৬৭ জন। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ কেসের ০.০৮ শতাংশে পৌঁছে গিয়েছে এবং দৈনিক পজিটিভিটি রুগীর সংখ্যা বাড়তে বাড়তে পৌঁছে গিয়েছে ২.২৬ শতাংশে।

তবে বর্তমানে যে হারে করোনার অ্যাক্টিভ রোগীর সংখ্যা বেড়ে চলেছে তাতে যথেষ্ট উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে যেহেতু  বর্তমানে দেশের মোট করোনা অ্যাক্টিভ কেস এই  মুহূর্তের ৩৬ হাজার ২৬৭ জন যা গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ বলেই পরিসংখ্যানে উঠে আসছে । তবে এখন দেখার বিষয় সব মিলিয়ে আগামী দিনে গোটা পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকে নজর সকলের ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!