এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ফের ভাঙ্গনের মুখে মমতার বিরোধী জোটের স্বপ্ন, বড় সিদ্ধান্ত তৃণমূলের !

ফের ভাঙ্গনের মুখে মমতার বিরোধী জোটের স্বপ্ন, বড় সিদ্ধান্ত তৃণমূলের !


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- একুশে জুলাইয়ের মঞ্চ থেকে ফিরেই দলের সমস্ত সাংসদদের নিয়ে বৈঠকে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়‌। মূলত, রাষ্ট্রপতি উপনির্বাচনে কাকে সমর্থন করবে তৃণমূল কংগ্রেস, সেই নিয়ে দলীয় বৈঠক করা হয়। আর তারপরেই এই ব্যাপারে বড় সিদ্ধান্ত নেয় তৃণমূল কংগ্রেস। যেখানে সাংবাদিক বৈঠক করে রাষ্ট্রপতি উপনির্বাচনে ভোটদান থেকে বিরত থাকবে তৃণমূল বলে জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, এদিন দলীয় সিদ্ধান্তের পর সাংবাদিকদের মুখোমুখি হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে তিনি বলেন, “বিরোধীদের তরফে মার্গারেট আলভাকে প্রার্থী করার আগে তেমনভাবে কিছু জানানো হয়নি। আমরা এনডিএ প্রার্থীকেও সমর্থন করব না। তাই এবারে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা রাষ্ট্রপতি উপনির্বাচনে ভোট দান প্রক্রিয়া থেকে বিরত থাকব।”

স্বভাবতই ধীরে ধীরে বিরোধী জোটের যে স্বপ্ন দেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তা কি এবার ভেস্তে গেল! ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্ত ঘোষণার পর ব্যাপক জল্পনা তৈরি হয়েছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!