এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ফের বাসভাড়া বৃদ্ধি! গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক ফিরহাদের, জেনে নিন

ফের বাসভাড়া বৃদ্ধি! গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক ফিরহাদের, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন ধরেই রাজ্যের পরিবহন ব্যবস্থা বন্ধ ছিল। কিন্তু সম্প্রতি এই ব্যাপারে বিধিনিষেধ তুলে দিয়েছে রাজ্য সরকার। যেখানে সরকারি এবং বেসরকারি বাস চলার ব্যাপারে সবুজসংকেত দেওয়া হয়েছে। কিন্তু অনেক বেসরকারি বাসের পক্ষ থেকে মালিক সংগঠন তীব্র আপত্তি জানাতে শুরু করেছেন। দীর্ঘদিন ধরেই কার্যত অচলাবস্থায় পড়েছিল বাস। তাই এই পরিস্থিতিতে একদিকে পেট্রোল এবং অন্যদিকে ডিজেলের ভাড়া বৃদ্ধি হলেও, বাস যখন রাস্তায় নামছে, তখন তার ভাড়া বৃদ্ধি করা উচিত বলে সরকারের কাছে আবেদন করেছেন তারা।

যদিও বা সরকারের পক্ষ থেকে সেই ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। তবে সরকার যদি এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত না গ্রহণ করে, তাহলে ঠিকমতো বেসরকারি বাস রাস্তায় নামবে না বলেই মনে করা হচ্ছে। আর এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে স্বস্তি দিতে এবং রাজ্যকে সচল করতে বাস মালিক সংগঠনকে নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ডাকলেন রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম। আর সেই বৈঠক থেকেই বাস পরিষেবা সচল করতে এবং মালিক সংগঠনের দাবি মেনে নেওয়ার ক্ষেত্রে বড় কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে গুঞ্জন তৈরি হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, সোমবার বেসরকারি বাস মালিকদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন রাজ্যের পরিবহনমন্ত্রী। যেখানে বেসরকারি বাস মালিকদের পক্ষ থেকে ভাড়া বৃদ্ধি করার যে দাবি করা হয়েছে, সেই বিষয়টি নিয়ে আলোচনা হবে বলে খবর। পাশাপাশি সরকারের পক্ষ থেকেও পুরোদমে যাতে বাস পরিষেবা সচল করা হয়, তার জন্য নিজেদের যুক্তি তুলে ধরবে রাজ্য। সেদিক থেকে আগামীকালের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। একাংশ বলছেন, যদি এই পরিস্থিতিতে আবার বাসভাড়া বৃদ্ধি হয়, তাহলে সাধারণ মানুষ ব্যাপক সমস্যার মুখে পড়তে পারেন। তবে বাস ভাড়া বৃদ্ধি না করেও যে কোনো উপায় নেই, সেই ব্যাপারটিও বুঝতে পারছেন অনেকে। তাই এই পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে কি সিদ্ধান্ত নেওয়া হয়, তা অবশ্যই লক্ষণীয় বিষয়।

তাহলে কি এদিনের বৈঠক থেকে বাসভাড়া বৃদ্ধি নিয়ে বড় কোনো সিদ্ধান্ত হবে? এদিন এই প্রসঙ্গে রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “পেট্রোল-ডিজেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে। তাই বাস মালিকরা সমস্যায় পড়েছেন। আমাদেরও বাস চালাতে অসুবিধা হচ্ছে। তবুও সাধারণ যাত্রীদের কথা তো ভাবতে হবে। আমরা বারবার করে ওনাদের অনুরোধ করেছি, বাস নামাতে। না হলে সরকার কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। সোমবার বাস মালিকদের বৈঠকে ডাকা হয়েছে‌।”

এদিকে সরকারের পক্ষ থেকে বৈঠক ডাকার সাথে সাথেই কিছুটা হলেও স্বস্তির আবহ তৈরি হয়েছে বাস মালিক সংগঠনগুলোর মধ্যে। যদিও বা বাসভাড়া বৃদ্ধি করা ছাড়া আর কোনো উপায় নেই বলে জানিয়ে দিয়েছেন অধিকাংশ বাস মালিক সংগঠন। সব মিলিয়ে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, শেষ পর্যন্ত এই ব্যাপারে কি সিদ্ধান্ত গ্রহণ করে রাজ্য, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!