এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ফের যুক্তরাষ্ট্রীয় কাঠামো লঙ্ঘনের অভিযোগ! এই ইস্যুতে সরব পার্থ!

ফের যুক্তরাষ্ট্রীয় কাঠামো লঙ্ঘনের অভিযোগ! এই ইস্যুতে সরব পার্থ!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- মঙ্গলবার রাজ্য বিধানসভায় বিএসএফের এক্তিয়ার বাড়ানো নিয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, তার বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে একটি প্রস্তাব পাস করা হয়। যার চরম বিরোধিতা করে বিরোধী দল বিজেপি। আর এই পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে এই প্রস্তাব পাশ করার পরই কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। যেখানে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রীয় কাঠামো লঙ্ঘন করার অভিযোগ তোলেন তিনি।

সূত্রের খবর, মঙ্গলবার একটি সাংবাদিক বৈঠক করেন পার্থ চট্টোপাধ্যায়। আর সেখানেই কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হতে দেখা যায় তাকে। এদিন এই প্রসঙ্গে রাজ্যের শিল্পমন্ত্রী বলেন, “বাহিনীকে নিযুক্ত করার ক্ষেত্রে রাজ্যের অনুমোদন প্রয়োজন। রাষ্ট্রীয় কাঠামো লংঘন করছে কেন্দ্র। কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে রাজ্য পুলিশের ক্ষমতা খর্ব করা হবে। বিএসএফের আধিকারিকরা জেলাগুলোর ভাষাগত সমস্যায় ভোগেন। সেই এলাকার ঐতিহ্য সংস্কৃতি সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। আমরা জানি, আমাদের রাজ্যে পুলিশের দক্ষতা প্রশ্নাতিত। জীবন-মৃত্যু এক করে তারা তাদের কর্তব্য পালন করে চলেছেন। কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে, বেশ কিছু অংশের সীমান্তরক্ষী বাহিনীর অত্যাচারের অভিযোগ আসছে। গুলি চালানোর অভিযোগ উঠেছে। আরও এই ধরনের অভিযোগ আসবে। 15 কিলোমিটার পর্যন্ত যা আছে, তা রক্ষা করবার কথা বলেছি।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, বিএসএফের এক্তিয়ার বাড়ানো নিয়ে ইতিমধ্যেই কেন্দ্র বনাম রাজ্যের বিবাদ সামনে এসেছে। আর এদিন বিধানসভায় সেই ব্যাপারে প্রস্তাব পাশ করার পরই আরও একবার কেন্দ্রের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রীয় কাঠামো লংঘন করার অভিযোগ তুললেন পার্থ চট্টোপাধ্যায়। যা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!