এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ফেরিঘাট তুমি কার? রাজনৈতিক দখল নিতে তীব্র দ্বন্দ্ব শুরু তৃণমূল-বিজেপিতে! উত্তপ্ত বাংলা

ফেরিঘাট তুমি কার? রাজনৈতিক দখল নিতে তীব্র দ্বন্দ্ব শুরু তৃণমূল-বিজেপিতে! উত্তপ্ত বাংলা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পশ্চিমবঙ্গে আগামী বিধানসভা নির্বাচন যতই সামনে এগিয়ে আসছে রাজ্যজুড়ে ততই প্রকট হচ্ছে সন্ত্রাসের বাতাবরণ। বোমা, গুলি, হাতাহাতি এসব যেন হয়ে পড়েছে নিত্যদিনের বিষয়। এই আবহে গত বৃহস্পতিবার রাতে হুগলি জেলার খানাকুল ব্লকের অন্তর্গত সাবল সিংহপুরের আজগবিতলা এলাকায় একটি ফেরিঘাটের দখলকে কেন্দ্র করে প্রচন্ড উত্তেজনা ছড়ালো স্থানীয় তৃণমূল ও বিজেপির মধ্যে।

স্থানীয় সংবাদসূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে নটার সময় বিজেপি আশ্রিত একদল দুষ্কৃতী আজগবিতলার বাঁশের নির্মিত ফেরিঘাটের অফিসে আচমকা আগুন ধরিয়ে দেয়। আগুন দেখতে পেয়ে স্থানীয় ব্যবসায়ীরা ছুটে যান সে স্থলে ও জল ঢেলে নিভিয়ে দেন আগুন। অভিযোগ উঠেছে দুষ্কৃতীরা এরপরেই হঠাৎ চড়াও হয় ঘাট কর্তৃপক্ষ সহ বেশকিছু তৃণমূল কর্মীর উপরে। তৃণমূল কর্মীরাও প্রত্যাঘাত শুরু করেন। শুরু হয় দুপক্ষের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি।

মারামারিতে দু-দলের ৫ জন আহত হন। আহতদের নিকটবর্তী আরামবাগ ও খানাকুল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহত জনৈক তৃণমূল কর্মী এই ঘটনা প্রসঙ্গে বলেছেন, ” এলাকার লোকজনের পাশাপাশি আমরাও আগুন নেভাতে ছুটে গিয়েছিলাম। তখন বিজেপির দুষ্কৃতীরা আমাদের বেধড়ক মারধর করে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই ঘটনা প্রসঙ্গে হুগলি জেলার খানাকুল-২ ব্লক তৃণমূল সভাপতি অসিত সিংহ রায় জানিয়েছেন, “অযোধ্যার রাম মন্দিরের ভূমি পুজোর দিন থেকেই ওই এলাকায় বিজেপির লোকজন বোমাবাজি করছে। এলাকায় ভয়-ভীতি ও সন্ত্রাস চালাতেই আমাদের কর্মীদের উপর এভাবে হামলা চালিয়েছে।”

অন্যদিকে, নিজেদের উপরে ওঠা এই অভিযোগকে সম্পূর্ণভাবে অস্বীকার করেছে বিজেপি। এ প্রসঙ্গে ৪৯ জেডপির বিজেপি সভাপতি সৌমেন মণ্ডল বলেছেন, “তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ওই সংঘর্ষ হয়েছে। ওদেরই এক গোষ্ঠী আগুন লাগানোর ঘটনায় যুক্ত। কিন্তু, ওরা বিজেপির নামে মিথ্যা অপপ্রচার করছে। ঘটনার সঙ্গে বিজেপির কোনও যোগ নেই।” স্থানীয় পুলিশ কতৃপক্ষ এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছে, তৃণমূল -বিজেপি দুটি দলই একে অপরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জমা করেছে। আর তাদের করা এই অভিযোগ গুলির ভিত্তিতেই পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!