এখন পড়ছেন
হোম > অন্যান্য > জল আর হাওয়ার এই তীব্র লড়াই দেখে আপনি চমকে যেতে বাধ্য হবেন!

জল আর হাওয়ার এই তীব্র লড়াই দেখে আপনি চমকে যেতে বাধ্য হবেন!


আমরা জানি যে জলের ধর্মই হল উপর থেকে নীচে প্রবাহিত হওয়া। আর তা যখন কাহারা পাহাড়ের গা বেয়ে নেমে আসে – তখন মানে না কোন প্রতিরোধ। নিজস্ব দুর্দম গতিতে নিজের মত করে রাস্তা করে নিয়ে আছড়ে পরে পরবর্তী রাস্তা খোঁজার লক্ষ্যে। সামনে কোন বাধা এলে – নিজস্ব ক্ষিপ্রতায় তাকে ডুবিয়ে-ভাসিয়ে নিজস্ব ছন্দে এগিয়ে চলে।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না – তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

কিন্তু আমাদের হাতে এল এক অধ্যুত ভিডিও – যা আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। সেই ভিডিওতে দেখা যাচ্ছে খাড়া পাহাড় থেকে তীব্র গতিতে নীচে আছড়ে পড়তে চাইছে এক খরস্রোতা – কিন্তু, হাওয়ার তীব্র বেগ কিছুতেই তা হতে দিচ্ছে না। উড়িয়ে নিয়ে উপরের দিকে চলে যাচ্ছে সেই খড়স্রোতাকে – বিজ্ঞানের ধর্মকে যে এখানে প্রতিহত হতে হচ্ছে প্রতি মুহূর্তে! জল ও বাতাসের সেই তীব্র লড়াইয়ে শেষ পর্যন্ত জয়ী হল কে? নিজেই দেখে নিন নিচের ভিডিওতে –

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!