এখন পড়ছেন
হোম > জাতীয় > অবশেষে সামনে আসতে চলেছে অটল বিহারি বাজপেয়ীর মেডিক্যাল বুলেটিন

অবশেষে সামনে আসতে চলেছে অটল বিহারি বাজপেয়ীর মেডিক্যাল বুলেটিন


অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় আছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ী। গতকাল রাত থেকে কার্যত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এই ‘ভারতরত্ন’। তাকে আপাতত লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয়েছে, চালু রয়েছে ভেন্টিলেশনও। সকাল থেকেই আনাগোনা শুরু হয়েছে বিজেপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের হেভিওয়েট নেতা-নেত্রীদের।

এর মধ্যেই সকালের দিকে হাসপাতাল আধিকারিকদের তরফে জানানো হয় যে সকাল সাড়ে ১০ টা নাগাদ প্রাক্তন প্রধানমন্ত্রীর মেডিক্যাল বুলেটিন বের করা হবে, সেখানেই জানানো হবে তাঁর শারীরিক অবস্থার খুঁটিনাটি। কিন্তু বারেবারেই সেই মেডিক্যাল বুলেটিনের প্রকাশের সময় পিছোতে থাকে, বদলে সাংবাদিকদের হাতে তুলে দেওয়া হয় দুলাইনের একটি প্রেস রিলিজ – যার মূল কথা, প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর অবস্থা অত্যন্ত সঙ্কটজনক, তাঁর স্বাস্থ্যের বিশেষ কোনো উন্নতি হয় নি।

এরমধ্যেই এইমস কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে বিকেল সাড়ে ৫ টায় অবশেষে প্রকাশ্যে আসতে চলেছে সেই মেডিক্যাল বুলেটিন। যেখান থেকেই জানান যাবে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার বিশদ বিবরণ। তবে বিজেপি নেতাদের তরফে জানানো হয়েছে, অটলজির চিকিৎসকদল আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন, কিন্তু ওষুধে বিশেষ সাড়া দিচ্ছেন না প্রাক্তন প্রধানমন্ত্রী।

অন্যদিকে, বিজেপির তরফে কেন্দ্রীয় স্তরে তো বটেই এমনকি রাজ্যস্তর থেকে শুরু করে বুথস্তর পর্যন্ত সমস্ত কর্মসূচি বন্ধ করে দেওয়ার জরুরি নির্দেশিকা জারি হয়েছে। ফলে অটল বিহারি বাজপেয়ীর শারীরিক অবস্থা নিয়ে শুরু হয়েছে চূড়ান্ত জল্পনা। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক এইমস কর্তার দাবি, বিকেল সাড়ে ৫ টায় যে মেডিক্যাল বুলেটিন বের হতে চলেছে তাতে থাকতে চলেছে ‘বড় খবর’। ফলে চূড়ান্ত জল্পনা শুরু হয়েছে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য নিয়ে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!