এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > BREAKING NEWS – অবশেষে অজ্ঞাতবাস কাটিয়ে আদালতে দেখা মিলল রাজীব কুমারের

BREAKING NEWS – অবশেষে অজ্ঞাতবাস কাটিয়ে আদালতে দেখা মিলল রাজীব কুমারের


রাজ্য-রাজনীতিতে গত ১ মাস ধরে সবথেকে চর্চিত নাম রাজীব কুমার। যে রাজীব কুমারের হাতে রাজ্যে ঘটে যাওয়া বিভিন্ন চিটফান্ড কাণ্ডের তদন্তভার তুলে দিয়েছিল রাজ্য সরকার, নিজেদের হাতে তদন্তভার নিয়ে সেই তাঁর বিরুদ্ধেই সিবিআইয়ের অভিযোগ ছিল যে তদন্তের নামে আসলে তিনি তথ্য ও নথি নষ্ট করে প্রভাবশালীদের আড়াল করার চেষ্টা করেছেন। আর তাই তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে চেয়েছিল সিবিআই।

আদালত রক্ষাকবচ তুলে নিতেই তাই, সিবিআই-রাজীব কুমারে কার্যত চোর-পুলিশ খেলা শুরু হয়েছিল। হঠাৎ করেই তিনি ১৭ দিনের ছুটিতে চলে যান। রাজ্যের একজন শীর্ষ পুলিশ আধিকারিক লম্বা ছুটিতে গেলেও নাকি, রাজ্য সরকারের হাতে তাঁর সঙ্গে যোগাযোগের কোনো তথ্যই ছিল না! অন্যদিকে, সেই ছুটির মেয়াদ শেষ হয়ে গেলেও ‘আগাম জামিন’ না মেলায় অন্তরালেই থেকে যান রাজীব কুমার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে, ‘অজ্ঞাতবাসে’ থাকলেও রাজীব কুমার ‘আগাম জামিনের’ মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। সেই প্রক্রিয়ার মাঝে আদালত তাঁর আইনজীবীকে তীব্র ভর্ৎসনা করে রাজীব কুমারকে আত্মসমর্পনে পরামর্শ দেয়। কিন্তু, সেই মামলার শুনানির শেষেই আদালত অনুধাবন করে রাজীব কুমার নাকি তদন্তে যথেষ্ট সহযোগিতা করছেন। ফলে, তাঁর আগাম জামিন মঞ্জুর হয়। কিন্তু, সেই প্রক্রিয়া সম্পন্ন করতে রাজীব কুমারকে সশরীরে আদালতে হাজির হতে হত।

আর তাই আজ সকালে আদালত খুলতেই প্রায় ১ মাস অজ্ঞাতবাসে থাকার পর প্রকাশ্যে আলিপুর আদালতে পৌঁছান তিনি এবং তাঁর আগাম জামিনের প্রক্রিয়া সম্পন্ন করেন। এদিকে আদালত আগাম জামিনের শর্ত হিসাবে রাজীব কুমারকে কলকাতা না ছাড়ার নির্দেশ দিয়েছে। পাশাপাশি জানিয়েছে, সিবিআই ৪৮ ঘন্টার নোটিশ দিলে, তদন্তে সহযোগিতার স্বার্থে রাজীব কুমারকে সিবিআইয়ের সামনে হাজিরা দিতে হবে। এদিকে, সিবিআই এই আগাম জামিনের রায়ে খুশি নয় – সূত্রের খবর, এই নিয়ে আজই সুপ্রিম কোর্টে সিবিআই পাল্টা মামলা করতে চলেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!