এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নতুন অস্বস্তিতে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, তাঁর বিরুদ্ধে এফআইআর – কে করল? কেন করল? জানুন বিস্তারিত

নতুন অস্বস্তিতে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, তাঁর বিরুদ্ধে এফআইআর – কে করল? কেন করল? জানুন বিস্তারিত


যত দিন যাচ্ছে ততই ক্রমশ রাজনৈতিক উত্তাপ বাড়ছে রাজ্যের দুই যুযুধান দল তৃণমূল কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয়। ইতিমধ্যেই শাসকদল তৃণমূল হুঙ্কার দিয়ে রেখেছে রাজ্য থেকে ৪২ টি আসনেই জয়ী হবে তারা। অন্যদিকে বিজেপির দাবি – অন্তত ২২ টি আসন যাবে তাদের ঝুলিতে।

এই পরিস্থিতিতে দুই দলের রাজনৈতিক নেতারা একে অপরকে যেমন তীব্র আক্রমন করছেন – কথার বাণে। তেমনই, তার পরিপ্রেক্ষিতে দ্বারস্থ হচ্ছেন আইন আদালতের। কিছুদিন আগেই হুগলির আরামবাগে সভা করতে গিয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মন্তব্য করেন, রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের নেতাদের কুকুরের মতো ছুটিয়ে মারবেন।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বাভাবিকভাবেই তাঁর এহেন মন্তব্যের জেরে ঝড় বয়ে গিয়েছিল রাজ্য-রাজনীতিতে। আর এবার এই ঘটনার পরিপ্রেক্ষিতে তাঁর নামে সরাসরি এফআইআর করল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। প্রসঙ্গত, এমনিতেই এই ধরনের বিভিন্ন রকম প্ররোচনামূলক কথা বলার জন্য দিলীপবাবুর খ্যাতি আছে। এর জন্য এর আগে তাঁকে আদালত বা নির্বাচন কমিশনের কাছে ভর্ৎসিতও হতে হয়েছিল।

কিন্তু, দিলীপবাবু রাজনীতিটা করেন তাঁর মতোই। কিছুদিন আগেই, পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ির সভায় বিজেপির দখলে থাকা পঞ্চায়েত সমিতি ভাঙতে এলে পুলিশের জামা খুলে পিঠের চামড়া গুটিয়ে দেওয়ার হুঙ্কার ছেড়েছিলেন তিনি। ফলে তাঁর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে কেশিয়াড়ি থানায় জেলা পুলিশের পক্ষ থেকে মামলা রুজু করা হয়। আর এবার, দিলীপবাবুর প্ররোচনামূলক কথাবার্তা, শারীরিক নিগ্রহের হুঙ্কারের জেরে এলাকা উত্তপ্ত হয়ে উঠছে বলে অভিযোগ জানিয়ে আইনের আশ্রয় নেওয়া হল বলে তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!