ব্রেকিং নিউজ: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে এফআইআর জাতীয় বিশেষ খবর রাজ্য January 4, 2018 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজ়েন্স বা নাগরিক পঞ্জি নিয়ে গুয়াহাটির দিসপুর থানায় তাঁর বিরুদ্ধে এফআইআর করলেন অসমের শ্রমিক উন্নয়ন পরিষদের সভাপতি প্রদীপ কলিতা। প্রসঙ্গত, গতকাল আমোদপুরের সরকারি সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, চাকরি সূত্রে অনেকে অসমে গেছে, তাদের মেরে তাড়িয়ে দেওয়া হবে বলা হচ্ছে। আমি পরিষ্কার করে বিজেপি সরকারকে বলে যাই, আগুন নিয়ে খেলবেন না। সারা ভারতবর্ষে আগুন জ্বালাবেন না, শান্তি রক্ষা করুন। মানুষের গায়ে হাত পড়লে, আমরা ছেড়ে কথা বলব না। বাংলার বর্ডার অসম, অসমে গন্ডগোল হলে তার প্রভাব পড়বে এরাজ্যে। বাংলায় গন্ডগোল হলে তার প্রভাব অসমে পড়বে, পাশাপাশি রাজ্য সব। আমরা চাই, সব রাজ্য শান্তিতে থাক। কিন্তু, এ কী আগুন নিয়ে খেলা শুরু করেছে বিজেপি সরকার? দিল্লির সরকারের কাজকর্ম নেই, এই অশান্তি বরদাস্ত করা হবে না। সারা ভারতে কাজ করতে যাওয়া আমাদের অধিকার। আর তাঁর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই তাঁর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হন অসমের শ্রমিক উন্নয়ন পরিষদ বলে জানা যাচ্ছে। আপনার মতামত জানান -