দলের শ্রমিক নেতাকে খুনের পরিকল্পনার অভিযোগে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এফআইআর বিশেষ খবর রাজ্য May 5, 2018 একদিকে পঞ্চায়েত নির্বাচন নিয়ে ক্রমশ বাড়ছে আইনি জট, অন্যদিকে পাল্লা দিয়ে বাড়ছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা। এবার দলীয় বিধায়কের বিরুদ্ধে খুনের পরিকল্পনার বিস্ফোরক অভিযোগে থানায় এফআইআর করল দলেরই শ্রমিক নেতা। সূত্রের খবর, শীতলকুচির তৃণমূল কংগ্রেস বিধায়ক হিতেন বর্মনের বিরুদ্ধে মাথাভাঙা থানায় অভিযোগ দায়ের করেন আলিজার রহমান নামে তৃণমূল কংগ্রেস শ্রমিক নেতা। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আলিজার রহমান বলেন, দীর্ঘদিন ধরে আমি তৃণমূলের শ্রমিক সংগঠনের সঙ্গে জড়িত, এবার পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের হয়ে মনোনয়ন জমা দিয়েছিলাম। কিন্তু প্রতীক না পাওয়ায় মনোনয়ন প্রত্যাহার করে নিই। তবে, হিতেন বর্মণ যেভাবে খুনের পরিকল্পনা করছেন তা মেনে নেওয়া যায় না। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে আলিজার রহমানের আরো অভিযোগ, বহুবছর আগে হিতেন বর্মনের বক্তব্যের বিরোধিতায় আমি কালো পতাকা দেখিয়েছিলাম। সেই রাগ উনি এখনও ধরে রেখেছেন। তারপরও আমি ২০১১, ২০১৬ নির্বাচনে ওঁকে জিতিয়েছি। কিন্তু, উনি আমাকে খুনের পরিকল্পনা করছেন। ২০১৬ সালে তিরুপতি মিলে আক্রমণ করা হয়েছিল। ২০১৭ সালেও মারার চেষ্টাও হয়েছিল। এবার বহিরাগত দুষ্কৃতীদের নিয়ে আসা হয়েছিল আমাকে মারার জন্য, আমি থানায় অভিযোগ জানিয়েছি। আলিজার রহমানের অভিযোগের পরিপ্রেক্ষিতে নিজের প্রতিক্রিয়ায় শীতলকুচির তৃণমূল কংগ্রেস বিধায়ক হিতেন বর্মন জানিয়েছেন, আলিজার নানা অসামাজিক কাজের সঙ্গে যুক্ত, আমি প্রতিবাদ করেছিলাম, তাই আমার নামে মিথ্যা অভিযোগ করছে। আপনার মতামত জানান -