এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া > করোনা ভয়ের মাঝেই নতুন আতঙ্ক! এবার আগুনের লেলিহান গ্রাসে বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়!

করোনা ভয়ের মাঝেই নতুন আতঙ্ক! এবার আগুনের লেলিহান গ্রাসে বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়!


এতদিন পর্যন্ত দেখা যাচ্ছিল পৃথিবীর বিভিন্ন জায়গায় বিস্তীর্ণ অরণ্য জ্বলছে। এবার আমাদের রাজ্যেও আগুনের গ্রাসে পড়েছে বিস্তীর্ণ অরণ্যভূমি। মঙ্গলবার দুপুর থেকে শুশুনিয়া পাহাড়ের জঙ্গলের অরণ্য দাউদাউ করে জ্বলছে। এই মুহূর্তে সারা রাজ্য এমনিতেই আতঙ্কিত করোনা ভাইরাস এর কুপ্রভাবে। রাজ্যের অবস্থা সামাল দিতে প্রশাসন কোমর বেঁধে নেমেছে। এই অবস্থায় নতুন করে শুশুনিয়া পাহাড়ের জঙ্গলে আগুন লাগার ঘটনায় রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছে রাজ্যের প্রশাসন।

সূত্রের খবর, বিকেল থেকে স্থানীয় বাসিন্দারা দেখতে পায় পাহাড়ের উপর থেকে ধোঁয়া বের হচ্ছে। সঙ্গে সঙ্গেই দমকলে খবর দেওয়া হয়। দমকল এলাকায় গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে। কিন্তু তারপরে দেখা যায়, গোটা পাহাড় জুড়ে আগুনের লেলিহান শিখা জ্বলছে। গোটা গ্রাম জড়ো হয়ে যায় এই দৃশ্য দেখতে। রীতিমতো হতচকিত হয়ে পড়েন গ্রামবাসীরা। যত রাত বাড়ে, ততই শুশুনিয়া পাহাড়ের আগুনের লেলিহান শিখা ঊর্ধ্বমুখী হয়।

স্থানীয়রা জানাচ্ছে, দূর থেকে দেখলে এই মুহূর্তে শুশুনিয়া পাহাড়কে একটি আগ্নেয়গিরির থেকে কম কিছু মনে হচ্ছেনা। অন্যদিকে, শুশুনিয়া পাহাড় থেকে এলাকায় আগুন ছড়িয়ে পড়ার আতঙ্ক সৃষ্টি হয়েছে। কারণ এই সময় বাতাসের জোর থাকে। আর সে কারণেই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে, কোনভাবে আগুনের ফুলকি উড়ে এসে ঘরের চালে পড়লে গ্রাম কে গ্রাম জ্বলে যাবে। স্থানীয়রা জানাচ্ছে, সারারাত জঙ্গলের মধ্যে থেকে পশুপাখিদের আর্তচিৎকার শোনা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মনে করা হচ্ছে, জঙ্গলে থাকা প্রচুর প্রাণী এই আগুনে প্রাণ হারাবে। বিশেষজ্ঞদের দাবি, এই মুহূর্তে বাঁকুড়ার তাপমাত্রা 40.4 ডিগ্রি এবং পুরুলিয়ার তাপমাত্রা 39 ডিগ্রি। সুতরাং মনে করা হচ্ছে, শুকনো পাতায় ঘষা লেগে আগুন দাবানলের আকার ধারণ করেছে। প্রসঙ্গত বিশ্বের অন্যান্য দেশের দিকে তাকালে দেখা যাবে, বছরের শুরুতেই ভয়াবহ দাবানলের কবলে পড়েছিল অস্ট্রেলিয়া। 18 জন মানুষের সাথে সাথে বিস্তীর্ণ বনাঞ্চল এবং সেখানকার পশুপাখিরাও ধ্বংস হয়। সূত্রের খবর, প্রায় 50 কোটি প্রাণী এই আগুনের লেলিহান শিখায় প্রাণ দিয়েছে। বিলুপ্তির তালিকায় থাকা হাজার হাজার কোয়ালা এই আগুনে পুরে মারা গেছে বলে খবর।

অস্ট্রেলিয়ার আগেও অদ্ভুতভাবে আমাজন অববাহিকার বিস্তীর্ণ বনাঞ্চলে দাবানলের সৃষ্টি হয়। সেই আগুনও দীর্ঘদিন ধরে পুড়িয়েছে অ্যামাজনের বিস্তীর্ণ বনাঞ্চল ও সেখানকার প্রাণীদের। করোনা সংক্রমণ আটকাতে এইমুহুর্তে দেশজুড়ে তথা রাজ্যজুড়ে লকডাউন চলছে। এই মুহূর্তে স্বাভাবিকভাবেই সবাই ঘরে। এই পরিস্থিতিতে শুশুনিয়া পাহাড়ের জঙ্গলে আগুন লাগার খবরে হতচকিত গোটা বাংলা। সূত্রের খবর, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার সমস্ত চেষ্টাই ব্যর্থ হয়েছে বলে জানা গেছে। পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে, সেদিকেই এখন নজর থাকবে ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!