এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বড়সড় ধাক্কা খেতে পারেন ফিরহাদ হাকিম, হাঁসফাঁস অবস্থা নবান্নেরও,জেনে নিন !

বড়সড় ধাক্কা খেতে পারেন ফিরহাদ হাকিম, হাঁসফাঁস অবস্থা নবান্নেরও,জেনে নিন !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –সম্প্রতি কলকাতা পৌরসভার মেয়াদ শেষ হয়েছে। যার পরেই সেই পৌরসভায় প্রশাসক মন্ডলী গঠন করেছে রাজ্য সরকার। যেখানে প্রশাসক বোর্ডের প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে পৌরসভার বিদায়ী মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের কাঁধে। এদিকে নিজেদের দখলে পৌরসভা রাখতেই ফিরহাদ হাকিমকে দায়িত্ব দিয়েছে বলে প্রথম থেকেই সরব হয়েছিল বিরোধীরা। আর এই গোটা ঘটনায় এবার নির্বাচন কমিশনের চিঠির ফলে রীতিমত অস্বস্তিতে পড়ল রাজ্য সরকার এবং ফিরহাদ হাকিম। সূত্রের খবর, পৌরসভার প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যানের মত লাভজনক পদে বসার জন্য কেন ফিরহাদ হাকিমের বিধায়ক পদ খারিজ হবে না, তা নিয়ে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহার কাছে একটি রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন।

জানা গেছে, গত পয়লা জুলাই নির্বাচন কমিশনের অন্যতম অধিকর্তা বিজয় কুমার পান্ডে মুখ্যসচিবকে চিঠি পাঠিয়ে 9 দফা প্রশ্নের জবাব চেয়েছেন বলে খবর। আর যাকে কেন্দ্র করে এখন রীতিমত চাঞ্চল্য তৈরি হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকরের অতিরিক্ত মুখ্য সচিব গত 22 জুন দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে একটি চিঠি লেখেন। যেখানে এই বিষয়টি তুলে ধরেন তিনি। আর এরপরই রাজ্য সরকারের কাছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই ব্যাপারে প্রশ্ন করা হয়েছে। যেখানে জানতে চাওয়া হয়েছে, কলকাতা পৌরসভার প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান হিসেবে ফিরহাদ হাকিম বেতন, ভাতা ইত্যাদি পান কিনা।

এছাড়াও প্রশাসক হিসেবে কি আনুষঙ্গিক সুবিধা ভোগ করেন এই তৃণমূল বিধায়ক, তা নিয়েও জানতে চেয়েছে নির্বাচন কমিশন। তবে অনেকে বলছেন, 2007 সালে রাজ্যের লাভজনক পদ সংক্রান্ত আইনে 115 টি সরকারি পদ লাভজনক বলে ঘোষণা করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে 2011 সালে সেই আইন সংশোধন করে লাভজনক পদের সংখ্যা বাড়িয়ে 126 করা হয়েছে। তবে সেখান থেকেই 12 ধরনের পদকে লাভজনক নয় বলে জানানো হয়েছিল। তবে কলকাতা পৌরসভার প্রশাসকমন্ডলীর এই পদটি লাভজনক নাকি অলাভজনক, তার ব্যাপারে কোনো উল্লেখ নেই। ফলে এবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে পাওয়া এই চিঠির পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার কি জবাব দেয়, তার দিকেই নজর থাকবে সকলের। তবে ফিরহাদ হাকিম এবং রাজ্য সরকারকে অস্বস্তিতে ফেলে কমিশনের পক্ষ থেকে কথা বলা হলেও, এই ব্যাপারে পাল্টা যুক্তি দিচ্ছে কলকাতা পৌরসভা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাদের বক্তব্য, প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান হিসেবে ফিরহাদ হাকিম কোনো সুবিধাই নেন না। তাই ওই পদ লাভজনক হবে কি করে! এছাড়াও করোনা পরিস্থিতির মধ্যে সমস্ত দিক সামলাতে এই পদ তৈরি করা হয়েছে। এমনকি কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে এই ব্যাপারে তাকে কাজ চালিয়ে যা বলা হয়েছে। সেক্ষেত্রে এত জটিলতা আসছে কোথা থেকে! কিন্তু এর ফলে কি তিনি কিছুটা হলেও অস্বস্তিতে পড়লেন না?

এদিন এই প্রসঙ্গে কলকাতা পৌরসভার প্রশাসক তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “আমি পৌরসভা থেকে কোনো বেতন ভাতা গাড়ি সহ কোনো সুবিধা নিই না। লাভ নিলে তো লাভজনক পদের প্রশ্ন উঠবে। বিজেপি এবং রাজ্যপাল রাজভবনে বসে এসব কূটকচালি করছেন। আমাকে আদালত এই কাজ করতে অনুমতি দিয়েছে।”

বিশেষজ্ঞরা বলছেন, কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে সবুজ সংকেত পাওয়া ফিরহাদ হাকিম তার দায়িত্ব সামলালেও এবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেভাবে তার এই পদের ব্যাপারে প্রশ্ন তোলা হল এবং চিঠি দেওয়া হল, তাতে পরিস্থিতি বেগতিক হয়ে যেতে পারে। এখন রাজ্য সরকার এই ব্যাপারে কি জবাব দেয় এবং তার পরিপ্রেক্ষিতে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!