নতুন নাম পেলেন মুকুল রায় সৌজন্যে ফিরহাদ হাকিম রাজ্য May 7, 2018 হাওড়ার আন্দুলের মৌড়িগ্রামের হাওয়াখানা মাঠে এদিন দলের নির্বাচনী প্রচারে অংশ নিলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। আর সেই দলীয় মঞ্চ সভা থেকে নাম না করেই এক সময়ের সতীর্থ বর্তমানের বিজেপি নেতা মুকুল রায়ের মুন্ডপাত করলেন ফিরহাদ হাকিম। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে নিজের ভাষণে ফুটবল সহ নানা উপমা নির্ভর হয়ে মুকুল রায়কে বিঁধে তিনি বললেন , “বিজেপি সাইডলাইনের প্লেয়ারকে নিয়ে গেছে। ভাবছে বাংলা জয় করবে। মমতা ব্যানার্জির সমকক্ষ হবে। আরে মমতা ব্যানার্জি মারাদোনা। আর ওরা সাইডলাইনের প্লেয়ার নিয়ে বলছে আই লিগ চ্যাম্পিয়ন হব। পাগলা নাকি ! আগে আমরা বলতাম, পাগল না সিপি আই এম। এখন বলি, পাগল না বিজেপি।” পশ্চিমবঙ্গে বিজেপির দলীয় সম্প্রসারণের জন্যে এদিন ফিরহাদ হাকিম কংগ্রেস এবং বাম শরিক দল গুলিকেই দায়ী করলেন। তাঁর মতে বাম দলগুলির অকর্মন্যতার জন্যেই রাজ্যে বিজেপির এতো বাড়বাড়ন্ত। মুকুল রায় তো বটেই এছাড়া প্রায় সকল দল ত্যাগী একদা তৃণমূল কংগ্রেস দলের সদস্যকে তিনি বিদ্রুপ করলেন এদিনের প্রচার মঞ্চ থেকে। তিনি বললেন, কংগ্রেস এবং বাম শিবির চাইছে রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলীয় ভাবমূর্তি নষ্ট করতে। এতে লাভ কী হবে ? তিনি নিজেই এই প্রশ্ন উত্থাপন করে জবাবে নিজেই বল্লেন,”বিজেপি’র লাভ হবে। বিজেপি’র দালাল, চামচা সব। আমাদের মধ্যেও কিছু দালাল আছে। কিছু মীরজাফর আছে। ওই যে একটা সাইডলাইনের প্লেয়ার। কী নাম যেন ? চাটনি। কিছুদিন আগে বিজেপি’তে গেল। ভাবল বিরাট কিছু পেয়ে গেছি। আসলে কিছুই হয়নি। মানুষ মমতা ব্যানার্জিকে ভরসা করে।” আপনার মতামত জানান -