এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > ফিরহাদ-অশোক বৈঠকের শেষে বড়সড় দাবি মমতার একান্ত অনুগত সৈনিকের! বিধানসভার আগে বাড়ছে উত্তাপ

ফিরহাদ-অশোক বৈঠকের শেষে বড়সড় দাবি মমতার একান্ত অনুগত সৈনিকের! বিধানসভার আগে বাড়ছে উত্তাপ


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে বারবার আর্থিক বঞ্চনার অভিযোগ তুলতে দেখা গেছে শিলিগুড়ি পৌরসভার প্রাক্তন মেয়র তথা বর্তমান প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক রঞ্জন ভট্টাচার্যকে। তবে সম্প্রতি গত রবিবার শিলিগুড়ি শহরে আসেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। আর সেখানেই তার সঙ্গে দেখা করে নাগরিক স্বাচ্ছন্দ্যের জন্য একগুচ্ছ দাবি তুলে দেন অশোক রঞ্জন ভট্টাচার্য।

তবে তার পরেও বিভিন্ন সময়ে সেই রাজ্য সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলতে দেখা গেছে সেই অশোক রঞ্জন ভট্টাচার্যকে। তবে অশোকবাবু এই দাবি তুললেও, এবার তা সম্পূর্ণরূপে নস্যাৎ করলেন কলকাতা পৌরসভার মেয়র তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। সূত্রের খবর, সোমবার শিলিগুড়িতে দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে অশোক রঞ্জন ভট্টাচার্যের সমস্ত অভিযোগ কার্যত নস্যাৎ করে দেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দেন, কোথাও কোনো বঞ্চনা করা হয়নি।

এদিন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “আমরা যতটা পেরেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাংলার অগ্রগতি ও উন্নয়নকে পাখির চোখ করেছি। দল দেখে বরাদ্দ হয়নি। যেখানে যেমন জনসংখ্যার নিরিখে অর্থ বরাদ্দ হয়েছে। আমরা প্রতিষ্ঠানকে বরাদ্দ দিয়েছি। অশোকবাবু বা ব্যক্তিগত কাউকে টাকা দিইনি। শিলিগুড়ির মানুষের জন্য রাজ্য সরকার বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্মে টাকা দিয়েছে। আমার মনে হয় না, যে কারণে অশোকবাবুর কলকাতায় গিয়ে বঞ্চনার অভিযোগ তুলে আন্দোলন করেছেন, তার কোনো ভিত্তি ছিল। তবে আমি বলব, কেন্দ্রীয় সরকারের কাছে আমরা প্রায় 53 হাজার কোটি টাকা পাই। বিগত বাম সরকারের ঋণ মুকুবের জন্য আগেও একাধিকবার দাবি রেখেছি। কিন্তু সেটা ওরা করেনি। এই আর্থিক অবস্থার মধ্যে জনসংখ্যার বিচারে যে বাজেট ছিল, তার ভিত্তিতেই পর্যায়ক্রমে অর্থ বরাদ্দ করেছে রাজ্য সরকার। অশোকবাবু প্রকল্পের ব্যাপারে প্রস্তাব দিয়েছেন। আমরা যতটা পেরেছি অনুমোদন করেছি। আমাদের সঙ্গতি নেই বলে দিতে পারিনি। শিলিগুড়ি পৌরসভার পানীয় জল, নিকাশি নালার ম্যানেজমেন্ট প্রকল্পের টাকা দেওয়া হবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থ্যাৎ রাজ্য সরকার সব সময় শিলিগুড়ি পৌরসভায় সহযোগিতা করছে বলে অশোক রঞ্জন ভট্টাচার্যের অভিযোগকে কার্যত খন্ডন করার চেষ্টা করলেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। যদিও বা ফিরহাদ হাকিম এই কথা বললেও তার পাল্টা জবাব দিয়েছেন অশোক রঞ্জন ভট্টাচার্য এদিন তিনি বলেন ” উনি কি বলেছেন জানি না তবে আমরা যতগুলো দাবি এখনো করেছি সবগুলো বাস্তব আমরা সামান্য কিছু প্রাপ্য পেয়েছি অনেক আন্দোলন হয়েছে পুরমন্ত্রী আসায় তাকে শহরের বড় প্রকল্পগুলো বাস্তবায়নের ব্যাপারে লিখিত দাবিপত্র দিয়েছি তার সঙ্গে আলোচনা হয়েছে মন্ত্রী কথা দিয়েছেন আগামী বছর দেখবেন।”

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!