এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ফিরহাদ গ্রেপ্তার হতেই তৃণমূল কর্মীদের ধুন্ধুমার চেতলায়! ‘খেলা শুরু’ সিবিআই আধিকারিকদের?

ফিরহাদ গ্রেপ্তার হতেই তৃণমূল কর্মীদের ধুন্ধুমার চেতলায়! ‘খেলা শুরু’ সিবিআই আধিকারিকদের?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  ফিরহাদ গ্রেপ্তার হতেই তৃণমূল কর্মীদের ধুন্ধুমার চেতলায়! ‘খেলা শুরু’ সিবিআই আধিকারিকদের?নির্বাচনের আগে প্রচারে “খেলা হবে” বলে স্লোগান দিয়েছিল তৃণমূল কংগ্রেস। আর এই শ্লোগানে বাজিমাত করে তৃতীয় বারের জন্য নবান্ন দখল করেছে তারা। বিজেপি তাদের স্বপ্নের এবং লক্ষ্যের ধারেকাছেও পৌঁছতে পারেনি। 200 আসনের টার্গেট বেঁধে দেওয়া হলেও, ভারতীয় জনতা পার্টি 77 টি আসন দখল করেই স্তব্ধ হয়ে গিয়েছে। তবে তৃণমূল কংগ্রেস তৃতীয়বার ক্ষমতায় আসার পরই নানা সমস্যা তাদের গ্রাস করতে শুরু করেছিল।

একদিকে করোনা পরিস্থিতি অন্যদিকে রাজ্যের ফলাফল পরবর্তী হিংসা, দুই ঘটনা কার্যত অস্বস্তিতে ফেলে দিয়েছিল রাজ্য সরকারকে। তবে এই সমস্ত কিছুকে কার্যত ম্লান করে দিয়ে সোমবার যে ঘটনা ঘটল রাজ্যে, তা কার্যত বেনোজির বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। জানা গেছে, সোমবার সকালে রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা।

আর সেখান থেকেই নারদা কান্ডের জন্য তাকে গ্রেপ্তার করা হয় এদিকে সদ্য ক্ষমতায় আসা রাজ্য সরকারের হেভিওয়েট মন্ত্রীকে। এদিকে ফিরহাদ হাকিমকে গ্রেপ্তার করতে না করতেই বিক্ষোভে ফেটে পড়তে শুরু করেছেন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা। প্রতিহিংসাপরায়ণ হয়ে বিজেপি সিবিআইকে দিয়ে এই কাজ করেছে বলে অভিযোগ করতে শুরু করেছে ঘাসফুল শিবির। স্বাভাবিক ভাবেই টালমাটাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, আজ সকালে ফিরহাদ হাকিমের বাড়িতে উপস্থিত হন সিবিআই আধিকারিকরা। তার পরেই তাকে আটক করা হয়। সিবিআই আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বেষ্টন করে যখন ফিরহাদ হাকিমকে তার বাড়ি থেকে বের করে নিয়ে যাচ্ছিলেন, ঠিক তখনই বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃনমূলের কর্মী-সমর্থকরা।

রীতিমত রাস্তায় শুয়ে পড়ে গোটা ঘটনার প্রতিবাদ জানাতে দেখা যায় তাদের। মুহুর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বিজেপি এবং সিবিআইয়ের বিরুদ্ধে ক্রমাগত স্লোগান দিতে থাকেন শাসক দলের কর্মী সমর্থকরা। আর সদ্য ক্ষমতায় এসে মন্ত্রী পদে শপথ নেওয়া ফিরহাদ হাকিমকে যেভাবে নারদা কান্ডের জন্য গ্রেফতার করা হল, তাতে তৃণমূলের অস্বস্তি যে ব্যাপকভাবে বাড়ল, তা বলার অপেক্ষা রাখে না।

অনেকে বলছেন, এবার খেলা শুরু করে দিল সিবিআই আধিকারিকরা। দীর্ঘদিন ধরেই সারদা এবং নারদা নিয়ে বিতর্ক চলছিল। অতীতে বেশকিছু তৃণমূলের হেভিওয়েট নেতা এমনকি রাজ্যের মন্ত্রীরা গ্রেপ্তার হয়েছিলেন। আর এবার রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে গিয়ে তাঁকে আটক করলেন সিবিআই আধিকারিকরা। আর তৃতীয় বার ক্ষমতায় আসার পরেই সিবিআইয়ের উদ্যোগকে কার্যত প্রতিহিংসাপরায়ণ বলেই দাবি করছে ঘাসফুল শিবির। আর এই পরিস্থিতিতে লাগাতার তৃণমূল কর্মীদের বিক্ষোভ এবং সিবিআইয়ের উদ্যোগ যে দিনভর খবরের শিরোনামে থাকবে, তা বলাই যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!