এখন পড়ছেন
হোম > রাজ্য > মেয়াদ ফুরোনো পুরসভার নির্বাচন নিয়ে বড় ইঙ্গিত দিলেন ফিরহাদ হাকিম, জানুন বিস্তারিত

মেয়াদ ফুরোনো পুরসভার নির্বাচন নিয়ে বড় ইঙ্গিত দিলেন ফিরহাদ হাকিম, জানুন বিস্তারিত

রাজ্যে অনেক পুরসভারই মেয়াদ প্রায় শেষ হতে চলেছে। এখন সকলের মনে একটাই প্রশ্ন, কবে হবে এই পুরসভাগুলির ভোট? প্রসঙ্গত উল্লেখ্য, আলিপুরদুয়ার, মেখলিগঞ্জ, হলদিবাড়ি, ডালখোলা, বালুরঘাট, চাকদহ, কৃষ্ননগর, পানিহাটি, হাবড়া, ডায়মন্ডহারবার, দুবরাজপুর, বর্ধমান, বহরমপুর, হাওড়া পুরসভাগুলির মেয়াদ প্রায় শেষের মুখে।। জানা গেছে, এরমধ্যে বেশ কটি পুরসভার মেয়াদ শেষ হতে এখনও দুই মাস বাকি আছে। আর বাকি 11 টি পুরসভার মেয়াদ আগামী 25 অক্টোবরের মধ্যেই শেষ হতে চলেছে। জানা গেছে, এই সমস্ত পুরসভাতেই আগামী 25 অক্টোবর প্রশাসক বসানোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার।

ইতিমধ্যেই অধিকাংশ পুরসভায় ওয়ার্ড পুনর্বিন্যাসের কাজ করেছে রাজ্য নির্বাচন কমিশন। নিয়মমত ওয়ার্ড সংরক্ষনের তালিকা প্রকাশের পর থেকে 10 সপ্তাহ পরে যে কোনো দিন নির্বাচন করা যায়। কিন্তু সূত্রের খবর, এখনই এই পুরসভাগুলির নির্বাচন করতে চায় না রাজ্য। আর যা নিয়ে সরকারের বিরুদ্ধে প্রবল চাপ তৈরি করছে বিরোধীরা। এদিন এই প্রসঙ্গে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “কোনোও পুরসভার মেয়াদ এখন আবার কোনোওটার ডিসেম্বরে শেষ হচ্ছে। তাই মোট 17 টি পুরসভায় এখন প্রশাসক বসিয়ে পরে এগুলির ভোট করানো হবে।”

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো  করুন এই লিঙ্কেখবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক

পাশাপাশি বিরোধীদের কটূক্তি প্রসঙ্গে পুরমন্ত্রী বলেন, “কিসের ভয়, আর কাকেই বা ভয়! আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে ভয় পাচ্ছে বিরোধীরাই। দিলীপবাবু ও সুজনবাবু আগে নিজেদের সংগঠন ধরে রাখুক। তারপর বড় বড় কথা বলবেন।” সব মিলিয়ে মেয়াদ শেষ হওয়া পুরসভাগুলিতে আপাতত প্রশাসক দিয়েই কাজ চালাতে উদ্যোগী রাজ্য সরকার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!