এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > কপালে হলুদ আস্তরণ, লালচে তিলক – তৃণমূলের রামনবমী জমিয়ে দিলেন ফিরহাদ হাকিম

কপালে হলুদ আস্তরণ, লালচে তিলক – তৃণমূলের রামনবমী জমিয়ে দিলেন ফিরহাদ হাকিম


খিদিরপুরে ভূকৈলাস মাঠে রাম নবমীর অনুষ্ঠানে হাজির হন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। কপালে হলুদ আস্তরণ, লালচে তিলক – দেখে বোঝার উপায় নেই ইনিই রাজ্যের পুরমন্ত্রী! সেই অনুষ্ঠানেও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজপিকে এক হাত নেন তিনি । বিজেপির বিরুদ্ধে রীতিমত সুর চড়িয়ে তিনি বলেন, “মোহন ভাগবত, দিলীপ ঘোষদের থেকে হিন্দুত্ব শিখব নাকি আমরা? আমরা ধর্ম শিখব ঠাকুর রামকৃষ্ণর থেকে, স্বামীজির থেকে, প্রভু শ্রী চৈতন্যের থেকে”।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এখানেই থেমে না থেকে ফিরহাদ হাকিম আরও বলেন, ”রামনবমী কারও একার উৎসব হতে পারে না। বিজেপি এখন ধর্ম বেচে খাচ্ছে। বাংলার মানুষ স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ ও শ্রীচৈতন্যকে চেনেন। ধর্মের নামে রাজনীতি করছে বিজেপি। এর প্রতিবাদ করবেন মানুষ।” অস্ত্র মিছিল নিয়ে তিনি বলেন, ”আইন আইনের পথেই চলবে। ধর্মীয় আচরণ ও গায়ের জোরের ফারাক আছে। আমরা বিরোধী দলে থাকাকালীন প্রশাসনের অনুমতি নিয়েই মিটিং-মিছিল করেছি।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!