এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার বড়সড় বিক্ষোভের মুখে মমতার অনুগত সৈনিক ফিরহাদ হাকিম! রাগে ফুঁসছেন হেভিওয়েট মন্ত্রী!

এবার বড়সড় বিক্ষোভের মুখে মমতার অনুগত সৈনিক ফিরহাদ হাকিম! রাগে ফুঁসছেন হেভিওয়েট মন্ত্রী!


কলকাতা পৌরসভার মেয়র থাকার সময়ও তাকে এত সমস্যার সম্মুখীন হতে হয়নি। তবে মেয়াদোত্তীর্ণ পৌরসভার প্রশাসক হওয়ার পর থেকেই একের পর এক দুর্যোগ এবং তার পরিপ্রেক্ষিতে মানুষের বিক্ষোভ রীতিমতো অতিষ্ঠ কলকাতা পৌরসভার প্রাক্তন মেয়র তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। এবার নিজের এলাকাতেই বিক্ষোভের মুখে পড়তে হল তাঁকে। যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

বস্তুত, একদিকে করোনা মোকাবিলা এবং অন্যদিকে ভয়াবহ দূর্যোগ আমপানে এমনিতেই বিপর্যস্ত কলকাতা শহর। প্রতিমুহূর্তে পরিস্থিতির দিকে নজর রাখতে হচ্ছে কলকাতা পৌরসভার প্রশাসককে। ইতিমধ্যেই ভয়াবহ দুর্যোগের পর কলকাতার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ এবং পানীয় জল পরিষেবা বিচ্ছিন্ন থাকায় সেই ফিরহাদ হাকিমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধী দল থেকে শুরু করে তার নিজের দলের সহকর্মী সাধন পান্ডে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যার জেরে এমনিতেই অসন্তোষ প্রকাশ করছেন তিনি। আর এবার চেতলার কমিউনিটি হলে কোয়ারেন্টাইন সেন্টার হওয়ার খবর পেয়ে ফিরহাদ হাকিমকে বিক্ষোভ দেখালেন চেতলার বাসিন্দারা। জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ভয়াবহ দুর্যোগে বিধ্বস্ত কলকাতার বিভিন্ন এলাকায় কেমন কাজ হচ্ছে, তা পরিদর্শন করতে বেরিয়েছিলেন কলকাতা পৌরসভার প্রশাসক। কিন্তু চেতলা এলাকায় যেতেই সাধারণ বাসিন্দারা তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

যেখানে বাসিন্দাদের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে, পৌর কমিউনিটি হলে কোয়ারেন্টাইন সেন্টার কেন তৈরি হচ্ছে। আর মানুষের বিক্ষোভের মুখে পড়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করেন ফিরহাদ হাকিম। বাসিন্দাদের উদ্দেশ্যে এদিন তিনি বলেন, “জরুরী ভিত্তিতে কিছু বেড রাখা হলেও এটা কোয়ারেন্টাইন সেন্টারের জন্য নয়।” পরবর্তীতে তার কথা শুনে কিছুটা হলেও আশ্বস্ত হন এলাকাবাসীরা। কিন্তু যেভাবে তিনি নিজের এলাকাতেই বিক্ষোভের মুখে পড়লেন, তাতে রীতিমত অস্বস্তি বাড়ছে ফিরহাদ হাকিমের।

এদিন এই ব্যাপারে বিজেপির ঘাড়েই দোষারোপ করেছেন রাজ্যের পুরমন্ত্রী। তিনি বলেন, “গুজব ছড়িয়ে মানুষগুলোকে ছাপানো হচ্ছে। বোঝাই যাচ্ছে এটা বিজেপির কাজ। এটাই বিজেপির রাজনীতি। কোয়ারেন্টাইন সেন্টার হচ্ছে না কমিউনিটি সেন্টারে। শুধু শুধু অশান্তি পাকানো ছাড়া ওদের কাজ কি!” সব মিলিয়ে এবার ভয়াবহ দূর্যোগ সামলাতে গিয়ে নিজের এলাকাতেই রীতিমতো বিক্ষোভের মুখে পড়ে প্রবল অস্বস্তি তৈরি হল ফিরহাদ হাকিমের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!