এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মেয়রের বিরুদ্ধে খুলেছিলেন মুখ, আজই কি ভাগ্য নির্ধারণ হতে চলেছে সাধনের? সামনে এলো নয়া তথ্য

মেয়রের বিরুদ্ধে খুলেছিলেন মুখ, আজই কি ভাগ্য নির্ধারণ হতে চলেছে সাধনের? সামনে এলো নয়া তথ্য


মেয়রের বিরুদ্ধে খুলেছিলেন মুখ, কালই কি ভাগ্য নির্ধারণ হতে চলেছে সাধনের? আজ শুক্রবার, ৫ জুন বিকেল পাঁচটায় দলের বিধায়কদের সঙ্গে ফের ভিডিও-বৈঠক করতে চলেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানে দলের ভাবমূর্তি ঠিক করা নিয়ে বড়সড় পদক্কেপ নেওয়া হবে বলেই জানা গেছে আর তাই জল্পনা উঠেছে যে, সাধন, ফিরহাদ আর পরেশের কোন্দল যেভাবে সামনে এসেছে তাতে দলের ভাবমূর্তি নষ্ট তো হয়েছে সাথেই বিরোধীরা একে হাতিয়ার করে প্রচার চালাচ্ছে। ফলে এই নিয়ে আজ নেত্রী বড়সড় কোনো বার্তা দিতে পারেন বলেই মনে করা হচ্ছে।

তাছাড়া করোনা ও আমফান এই দুই দুর্যোগ নিয়ে রাজ্যের শাসকদলের নানান ব্যর্থতাকে চিহ্নিত সোশ্যাল মিডিয়ায় প্রচার করছে বিজেপি। যার ফলে কিছুটা হলেও তৃণমূলের ক্ষতি হয়েছে। সামনেই বিধানসভা ভোট আসছে সেখানে নিজেদের সরকারে ধরে রাখতে ড্যামেজ কন্ট্রোলে নামতে হবে তৃণমূল কংগ্রেসকে। ফলে এই নিয়েও আলোচনা হবে বলে জানা গেছে।

এছাড়া দলের নেতাদের কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিতে পারেন নেত্রী। করোনা পরিস্থিতিতে রাজ্যে কোনও মিটিং মিছিল করা সম্ভব না। তাই মিটিং কিংবা মিছিলের পরিবর্তে কীভাবে সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে মানুষের কাছে পৌঁছানো যায়। রেশন, পরিযায়ী শ্রমিক, করোনা , আমফান এই সব কিছু নিয়েই আলোচনা হতে পারে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সাথেই কোন বিধায়ক কেমন কাজ করছেন, ভালো খারাপ সেই হিসাবের পাশাপাশি, দলের অনেকের বিরুদ্ধে নাকি নালিশ গেছে নেত্রীর কাছে সেই নিয়েও আলোচনা হতে পারে বলে সূত্রের খবর।তবে এই সব কিছুকে ছাপিয়ে উঠে আসছে সাধন-ফিরহাদ-পরেশের কোন্দলের কথা. সকালেই জানতে চাই কি হবে এই নিয়ে, কি বলবেন দলীয় নেত্রী।

দলের অন্দরে এই নিয়ে নাকি ঝড় উঠেছে, কেননা এই নিয়ে ক্রমাগত বিরোধীদের খোঁচা খেতে হচ্ছে দলীয় নেতা নেতৃত্যেকে কর্ম সমর্থকদের। সাথেই সাধন পান্ডে যেভাবে মেয়রের দিকে আঙ্গুল তুলেছেন তাতে সেই অভিযোগ নেত্রীর দিকেও উঠেছে। কেননা সাধন পান্ডে অভিযোগ তুলেছিলেন প্রশাসন ও কলকাতা পুরসভা ঠিক মতো ব্যাবস্থা নেয়নি। যার ফলেই বিপর্যয় কাটছে না। যতই কলকাতা পুরসভার মাথায় ফিরহাদ হেকিম থাকুন না কেন, শেষ কথা বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় , ফলে তাঁর দিকেও নাম না করে আঙ্গুল তুলেছেন সাধন পান্ডে। আর নেত্রী ও ফিরহাদের পাশে দাঁড়াতে গিয়ে সাধন পান্ডেকে তীব্র আক্রমণ শানিয়েছেন। যার ফলে দলের ভাবমূর্তি নাস্তি হয়েছে বাড়েনি। যে কারণে নাকি ক্ষুব্ধ নেত্রী এমনটাই জানা গেছে।

আর আজ নাকি এই নিয়ে কড়া কোনো বার্তা দিতে পারেন তিনি এমনটাই সূত্রের খবর, এখন সেই নিয়ে জোর জল্পনা চলছে রাজনৈতিকমহলে। তবে কি হলো তা জানা যাবে আজ বিকেল ৫ টার বৈঠকের পর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!