এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রাজাবাজার-বেলগাছিয়ার সংক্রমনের দায় ক্যাবচালকদের ওপর চাপালেন ফিরহাদ হাকিম! শুরু বিতর্কের ঝড়

রাজাবাজার-বেলগাছিয়ার সংক্রমনের দায় ক্যাবচালকদের ওপর চাপালেন ফিরহাদ হাকিম! শুরু বিতর্কের ঝড়

যত দিন যাচ্ছে, ততই বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। প্রথম দিকে পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসের প্রকোপ এতটা না থাকলেও বর্তমানে তা রীতিমত চিন্তার কারন হয়ে দাঁড়িয়েছে সকলের কাছে। সকলেরই এখন টার্গেট, কিভাবে বাংলাকে করোনা মুক্ত করা যায়। আর নানা মহলে এই বিষয় নিয়ে যখন চেষ্টাচরিত্র চলছে, ঠিক তখনই কলকাতায় করোনা সংক্রমণ বৃদ্ধির জন্য ক্যাবচালকদের দিকেই অভিযোগের আঙুল তুললেন কলকাতা পৌরসভার প্রশাসক তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।

যে ঘটনাকে কেন্দ্র করে এখন তীব্র বিতর্ক ছড়িয়ে পড়েছে। সূত্রের খবর, এদিন এই প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, “বেলগাছিয়া-রাজাবাজার এলাকায় প্রথম সংক্রমণ ছড়িয়েছিল ওলা-উবের চালকদের মাধ্যমে। এরা বিমানবন্দর থেকে যাত্রী তুলতেন। বিদেশ থেকে আসা একাধিক যাত্রীদের থেকে সংক্রমিত হয়েছেন চালকরা। তারপর তারা বেলগাছিয়া- রাজাবাজারের ঘনবসতিপূর্ণ এলাকায় বাড়িতে ফিরেছেন। সেখান থেকেই শহরে ঘনবসতি এলাকায় ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। বড়বাজারে করোনা সংক্রমণ ছড়িয়েছে ট্রাকচালক এবং খালাসিরা।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর একজন জনপ্রতিনিধি হয়ে কিভাবে করোনা সংক্রমণের জন্য ক্যাবচালকদের দায়ী করতে পারেন ফিরহাদ হাকিম! এখন তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে প্রশ্ন। তীব্র সমালোচনা শুরু করেছেন বিরোধীরা। পাল্টা অভিযোগের আঙ্গুল উঠছে রাজ্য সরকারের দিকেই! সমালোচকদের বক্তব্য, সরকারের উচিত ছিল এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া। কিন্তু তা না করে যেভাবে এখন শুধুমাত্র এই ক্যাবচালকদের কলকাতায় সংক্রমণ বৃদ্ধির জন্য দায়ী করা হচ্ছে, তা সত্যিই দুর্ভাগ্যজনক।

বিরোধীদের আরও প্রশ্ন, সময় থাকতে কেন তাহলে সরকার আগেভাগে এই ব্যাপারে কড়া পদক্ষেপ গ্রহণ করেনি! এখন কোনো একটি নির্দিষ্ট পেশার মানুষকে আক্রমণ করে আদৌ লাভের লাভ কিছু হবে কি? তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীদের অনেকেই। তার থেকেও বড় কথা লকডাউনের জেরে এমনিতেই রুজি-রোজগার বন্ধ থাকায় চরম কষ্টে রয়েছেন দিন আনা, দিন খাওয়া মানুষগুলো। কিন্তু, এইভাবে তাঁদের দিকে আঙ্গুল উঠলে লকডাউনের পরেও তাঁদের ব্রাত্য করে রাখতে পারেন অনেকেই! সব মিলিয়ে এবার কলকাতা পৌরসভার প্রশাসক তথা রাজ্যের পুরমন্ত্রীর বক্তব্যে করোনা সংক্রমণের কারণ উঠে আসায় তীব্র বিতর্ক তৈরি হল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!