এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ফিরহাদ হাকিমের বক্তব্যের সঙ্গে সহমত বিজেপি! পেছনে রয়েছে বড় কারন!

ফিরহাদ হাকিমের বক্তব্যের সঙ্গে সহমত বিজেপি! পেছনে রয়েছে বড় কারন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট– বর্তমানে এসএসসিকে কেন্দ্র করে যথেষ্ট চাপে রয়েছে রাজ্য সরকার। আর এই পরিস্থিতিতে সম্প্রতি তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ গোটা বিষয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দিকে দায় ঠেলেছেন। যদিও বা তার পাল্টা মন্তব্য করে পার্থ চট্টোপাধ্যায় এই ব্যাপারে দায়ী নয় বলে জানিয়ে দিয়েছেন ফিরহাদ হাকিম।

তিনি বোঝানোর চেষ্টা করেছেন, পার্থ চট্টোপাধ্যায় কোনোমতেই দায়ী নয়। গোটা মন্ত্রিসভাই একটা টিম হিসেবে কাজ করার চেষ্টা করে। আর এই পরিস্থিতিতে ফিরহাদ হাকিমের এই মন্তব্যকে হাতিয়ার করেই বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। সূত্রের খবর, এদিন এই ব্যাপারে একটি সাংবাদিক বৈঠক করেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য।

যেখানে তিনি বলেন, “ফিরহাদ হাকিমের বক্তব্যকে স্বাগত জানাচ্ছি। উনি ঠিকই বলেছেন, গোটা তৃণমূল দল এই দুর্নীতির সঙ্গে যুক্ত।” বিশেষজ্ঞরা বলছেন, এসএসসি ঘটনা রাজ্য সরকারকে কাঁটার মত বিঁধছে। আর এই পরিস্থিতিতে ফিরহাদ হাকিমের মন্তব্যকে তুলে ধরেই অন্য আঙ্গিকে তাকে কটাক্ষ করে তৃণমূলকে চাপের মুখে ফেলে দিলেন শমীকবাবু। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!