এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ফিরহাদের ঘুম উড়িয়ে রাজভবনের গেটে বিস্ফোরক শোভন-বৈশাখী! নতুন করে ঝড় উঠল রাজনৈতিক আকাশে

ফিরহাদের ঘুম উড়িয়ে রাজভবনের গেটে বিস্ফোরক শোভন-বৈশাখী! নতুন করে ঝড় উঠল রাজনৈতিক আকাশে


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল শুক্রবার রাজ্যপালের সঙ্গে এক ঘণ্টার বৈঠক ছিল কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের। গতকালের বৈঠকে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ জানালেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। শোভন চট্টোপাধ্যায় অভিযোগ করেছেন যে, মিল্লি আল আমিন কলেজের অচলাবস্থাকে কেন্দ্র করে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিপদজনক উস্কানি দিয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। অন্যদিকে বৈশাখী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে, সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়িয়ে দিচ্ছেন ফিরহাদ হাকিম। গতকাল রাজ্যপালের সঙ্গে বৈঠকের পর গণমাধ্যমের সামনে পুরমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন তাঁরা।

প্রসঙ্গত, বৈশাখী বন্দ্যোপাধ্যায় ছিলেন মিল্লি আল আমিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। এই কলেজের পরিচালন সমিতিকে ঘিরে একটা গন্ডগোল দীর্ঘ সময় ধরে চলছে। যার ফলে কলেজের স্বাভাবিক পঠন-পাঠন অন্যান্য কাজ দীর্ঘদিন ধরে ব্যাহত ছিল। বারবার শিক্ষামন্ত্রীর কাছে দরবার করে, সমাধানের আরজি জানিয়েছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন যে, বারবার আবেদন জানিয়েও সমস্যার কোনো সমাধান হয়নি। এ কারণে গত জুন মাসে তাঁর পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। তবে, গত জুন মাসে তিনি পদত্যাগ করলেও, তাঁর পদত্যাগপত্র গৃহীত হয়েছে কিনা? তা স্পষ্ট করে জানায়নি শিক্ষা দপ্তর।

এদিকে গত জুন মাসে অধ্যক্ষ থেকে ইস্তফা দেওয়ার পর থেকে বৈশাখী বন্দ্যোপাধ্যায় কলেজে যাওয়া বন্ধ করেছেন। সম্প্রতি, এই কলেজের অচলাবস্থা তীব্র আকার ধারণ করেছে। শুরু হয়েছে বিক্ষোভ। বৈশাখী বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে, বিক্ষোভকারীরা তাঁর ওপরই এই অচলাবস্থার দায় চাপিয়ে দিচ্ছে। তিনি অভিযোগ করেছেন পুরোটাই রাজনৈতিক ষড়যন্ত্র। আর এই ষড়যন্ত্রের নেপথ্যে আছেন ফিরহাদ হাকিম ও স্থানীয় কাউন্সিলর আমিরুদ্দিন ববি যুক্ত রয়েছেন বলে তিনি অভিযোগ করেছেন।

তিনি অভিযোগ করেছেন যে, সম্প্রতি এই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে কলেজ থেকে উপড়ে ফেলে দিতে হবে বলে মন্তব্য করেছিলেন ফিরহাদ হাকিম। যার তীব্র বিরোধিতা করলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। গতকাল শুক্রবার কলেজের পরিস্থিতির বিষয়ে কথা বলতেই রাজ্যপালের কাছে গিয়েছিলেন তাঁরা। প্রায় দেড় ঘণ্টা রাজভবনে ছিলেন তাঁরা। তারপর সেখান থেকে বেরিয়ে গণমাধ্যমের মুখোমুখি হলেন তাঁরা। শোভন চট্টোপাধ্যায় অভিযোগ করেছেন যে, ফিরহাদ হাকিম যে শব্দ ব্যবহার করেছেন, তা কলকাতা পুরসভার ঐতিহ্য, সরকারী পদে মন্ত্রীদের ঐতিহ্য, রাজনৈতিক ভাবে কাজ করার ঐতিহ্যের সম্পূর্ণ বিপরীত। তাঁর কোথায়, এটি অত্যন্ত নিন্দনীয় ব্যাপার। কোন কলেজকে সামনে রেখে এই ধরনের মন্তব্য ভাষায় প্রকাশ করা যায় না, বলে জানালেন তিনি।

আপনার মতামত জানান -

অন্যদিকে গণমাধ্যমের কাছে বৈশাখী বন্দ্যোপাধ্যায় জানালেন, ” একটা তীব্র সাম্প্রদায়িক বিদ্বেষ থেকে ওই মন্তব্য করেছেন। বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের বদলে যদি ওখানে অন্য কোনও খাতুন হতেন, এটা বলতে পারতেন না। তা হলে ওঁদের মুসলিম ভোট ব্যাঙ্কটা কমজোর হয়ে যেত।’’ এরপর বৈশাখী বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেছেন যে, ফিরহাদ হাকিম কি হিসাবে এ ধরনের কথা বলছেন? কেন এই ধরনের কথা বারবার বলে মানুষকে উত্তেজিত করছেন তিনি?

এরপর ফিরহাদ হাকিমের উদ্দেশ্যে তাঁর প্রশ্ন, ” উনি সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়াচ্ছেন, আমি ওই এলাকায় গেলে যে আক্রান্ত হব না, সেই গ্যারান্টি কি আমাকে দিতে পারবেন?’’ এবিষয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও আবেদন জানিয়েছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে তিনি জানালেন যে, মুখ্যমন্ত্রীর কাছেও তিনি আবেদন জানিয়েছেন। তাঁর মন্ত্রিসভার সদস্য হিসেবে ফিরহাদ হাকিম যে মন্তব্য করেছেন, তার জন্য মানুষের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন তিনি।

গতকাল এ বিষয়ে রাজ্যপালের কাছে অভিযোগ করেছেন তাঁরা। তবে এ বিষয়ে রাজ্যপাল কি বলেছেন? সে বিষয়ে গণমাধ্যমে কিছু জানাননি শোভন চট্টোপাধ্যায়। তিনি বলেছেন যে, যেহেতু বিষয়টি নিয়ে রাজ্যপালের সঙ্গে কথা হয়েছে। তাই, এ বিষয়ে কিছু বলা সম্ভব নয়। তবে রাজ্যপালের অভিব্যক্তি দেখে তাঁর মনে হয়েছে যে, বিষয়টি তিনি মনোযোগ সহকারে শুনেছেন। এভাবে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের নামে বিস্ফোরক অভিযোগ এনে ঝড় তুলে দিলেন রাজনীতির অঙ্গনে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!