এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ফিরল ১১-এর স্মৃতি, দায়িত্ব নিয়েই হাসপাতালে সারপ্রাইজ ভিজিট মমতার!

ফিরল ১১-এর স্মৃতি, দায়িত্ব নিয়েই হাসপাতালে সারপ্রাইজ ভিজিট মমতার!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  বুধবার তৃতীয়বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই 2011 সালের স্মৃতি ফিরিয়ে আনলেন তিনি। বলা বাহুল্য, 2011 সালে প্রথমবার মুখ্যমন্ত্রী হয়ে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ঠিক করতে নিজের হাতে সমস্ত দায়িত্ব তুলে নিয়েছিলেন তিনি। বিভিন্ন হাসপাতালে সারপ্রাইজ ভিজিট করে তাক লাগিয়ে দিয়েছিলেন সকলকে।

স্বাভাবিক ভাবেই এই পরিস্থিতিতে রোগী থেকে শুরু করে তাদের আত্মীয় পরিজন, অনেকটাই আশ্বস্ত হয়েছিলেন‌। শুধু তাই নয়, চিকিৎসক থেকে শুরু করে হাসপাতাল পরিষেবার সঙ্গে যুক্ত ব্যাক্তিরা অনেকটা সচেতন হতে শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সারপ্রাইজ ভিজিটকে কেন্দ্র করে। বর্তমানে করোনা পরিস্থিতি মোকাবিলা করা সবথেকে বড় লক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে।

ফলাফল প্রকাশের পর সেই কথাই জানিয়ে দিয়েছেন তিনি। এমনকি মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরেই নবান্নে গিয়ে করোনা পরিস্থিতি মোকাবিলা করতে একাধিক নির্দেশিকা জারি করতে দেখা যায় তাকে। আর এবার নবান্নের সাংবাদিক বৈঠক করে শহরের একাধিক হাসপাতাল পরিদর্শনে বেরিয়ে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়‌। যা 2011 সালের স্মৃতিকে আবার ফিরিয়ে আনল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত উল্লেখ্য, আজ মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করার পরেই করোনা ভাইরাস নিয়ে নবান্নে একটি প্রশাসনিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই বিভিন্ন পরিষেবায় লাগাম টানা হয়। সাংবাদিক বৈঠক করে সেই কথা জানিয়ে দেন তিনি। পরবর্তীতে নবান্ন থেকে বেরিয়ে সরাসরি হাসপাতাল পরিদর্শন করতে যান মুখ্যমন্ত্রী। যেখানে প্রথমেই তিনি যান ভবানীপুরের শম্ভুনাথ পন্ডিত হাসপাতালে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিভাবে করোনা পরিস্থিতির মোকাবিলা করা হচ্ছে, তা খতিয়ে দেখেন তিনি। পাশাপাশি মানুষের অভাব, অভিযোগ শোনার চেষ্টা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা ভাইরাসের রিপোর্ট পেতে তিনদিন সময় লাগছে। তবে সেই রিপোর্ট যাতে আরও দ্রুত দেওয়া যায়, তার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি। আর এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান পুলিশ হাসপাতালে।

স্বাভাবিক ভাবেই তৃতীয়বার মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় করোনা পরিস্থিতির এই সংকটকালে সরাসরি হাসপাতাল পরিদর্শন করতে ছুটে গেলেন, তা অনন্য নজির বলেই মনে করছেন একাংশ। বিশেষজ্ঞরা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নেওয়ার পর এটা যেন কার্যত মাস্টারস্ট্রোক দিলেন।

প্রথমবার মুখ্যমন্ত্রী হওয়ার পর মাঝেমধ্যেই হাসপাতালগুলোতে স্বাস্থ্যব্যবস্থার দুরাবস্থা ঘোচানোর জন্য সারপ্রাইজ ভিজিট করতে দেখা যেত থাকে। যার ফলে খুশি হয়েছিলেন সাধারন মানুষ। মাঝে তার সেই সারপ্রাইজ ভিজিট বন্ধ হয়ে যায়। কিন্তু এবার তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরই একদিকে করোনা ভাইরাস নিয়ে রাজ্যের হাল ফেরাতে এবং অন্যদিকে স্বাস্থ্যব্যবস্থাকে চাঙ্গা করতে পরপর দুটি হাসপাতাল ভিজিট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!