এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ফার্স্ট চয়েজ রবীন্দ্রসঙ্গীত! ভরা সভায় মদনকে এ কোন নির্দেশ মমতার!

ফার্স্ট চয়েজ রবীন্দ্রসঙ্গীত! ভরা সভায় মদনকে এ কোন নির্দেশ মমতার!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- একসময় এই মমতা বন্দ্যোপাধ্যায় কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রকে কালারফুল বলে অভিহিত করেছিলেন। বর্তমান বঙ্গ রাজনীতিতে বর্ণময় চরিত্র হিসেবেই পরিচিত মদন মিত্র। বিরোধীদের কটাক্ষ করা থেকে শুরু করে রঙিন পোশাক আশাক পড়ে সকলের নজর কাড়েন তিনি। তার গলায় বেশ কয়েকটি গান বিভিন্ন প্রোগ্রামে বাজতে পর্যন্ত দেখা যায়।

তার “ও লাভলী” ডায়লগ এখন সকলের মুখে মুখে। কিন্তু এবার সেই মদন মিত্রকেই কি ঠিক কেমন গান করতে হবে, তা বেঁধে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়! অন্য কোনো গান নয়, বরঞ্চ শুধুমাত্র রবীন্দ্রসঙ্গীত যাতে করা হয়, তার জন্য নরমে-গরমে মদন মিত্রের কাছে জানতে চাইলেন তৃণমূল নেত্রী। যা শুনে রীতিমতো হাসির রোল পড়ে গেল মধ্যমগ্রামের প্রশাসনিক সভায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, বুধবার মধ্যমগ্রামের প্রশাসনিক সভায় উপস্থিত হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের একদম শেষে মদন মিত্রকে দেখতে পান তিনি। আর তারপরেই মুখ্যমন্ত্রী বলে ওঠেন, “আমি তো এতোক্ষণ মদন মিত্রকে দেখিইনি। ওর কাছে তো কিছু শোনা হলো না। আর ও এখন কি বলবে! ও তো স্টেট ট্রান্সপোর্টের চেয়ারম্যান হয়েছে। তবে তুমি রবীন্দ্রসঙ্গীত গাইছ তো? রবীন্দ্রসঙ্গীত ছাড়া আর কিছু না তো!” আর নেত্রীর বাধ্য ছাত্রের মতই সাথে সাথেই মদন মিত্র এক বাক্যে তার উত্তর দেন। কালারফুল মদন মিত্র বলেন, “একদম। আমি আপনার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করছি।”

একাংশ বলছেন, এর আগে বিধানসভা নির্বাচনের আগে বিরোধীদের কটাক্ষ করে একটি গান করেছিলেন মদন মিত্র। তারপরে সম্প্রতি শারদ উৎসবের আগেই তার আরও একটি গান প্রকাশ্যে আসে। তবে মদন মিত্রের গলায় হয়ত বা রবীন্দ্রসঙ্গীত বেশি পছন্দ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই কারণে অন্য কোনো গান নয়, বরং তিনি যাতে রবীন্দ্রসঙ্গীতটাই করেন, তা আরও একবার নিজের সতীর্থকে প্রশাসনিক সভা থেকে জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!