এখন পড়ছেন
হোম > অন্যান্য > অটলবিহারী বাজপেয়ীর প্রথম মৃত্যবার্ষিকী: চোখের জলে শ্রদ্ধা প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতির

অটলবিহারী বাজপেয়ীর প্রথম মৃত্যবার্ষিকী: চোখের জলে শ্রদ্ধা প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজকের দিনটি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির মৃত্যুদিন। অটল বিহারি বাজপেয়ি ভারতের কেন্দ্রীয় শাসক দল বিজেপির অন্যতম প্রাণপুরুষ ছিলেন। তাঁর ঐকান্তিক প্রচেষ্টাতেই বিজেপি নামক দলটি বীজ থেকে মাহিরুহ হতে পরিণত হতে পেরেছে, একথা বিজেপি তাবড় তাবড় নেতাদের মধ্যে অনেকেই নতমস্তকে স্বীকার করে নেন।

প্রসঙ্গত, অটল বিহারি বাজপেয়ি বিজেপি দলের পূর্বসূরি জনসঙ্ঘ দলের প্রতিষ্ঠাতা ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ব্যক্তিগত সচিব ছিলেন। প্রধানমন্ত্রী হিসেবে অটল বিহারি বাজপেয়ি যথেষ্ট জনপ্রিয় ছিলেন। প্রধানমন্ত্রী হিসেবে তাঁকে বিজেপি ছাড়াও অন্যান্য রাজনৈতিক দলের কর্মীরা বিশেষভাবে শ্রদ্ধা করে থাকেন। আজকের দিনটি প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর দ্বিতীয় প্রয়াণ দিবস।

আজ প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির সমাধিস্থল ‘অটল সমাধিস্থলে’ গিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ, সিং সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার বেশ কিছু মন্ত্রীরা। এছাড়া এই স্মরণসভায় উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রীর কন্যা নমিতা কল ভট্টাচার্য, তাঁর নাতনি নীহারিকা, সেইসঙ্গে বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আজকের দিনে অটল সমাধিস্থলের গিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা নিবেদনের ঠিক পূর্বে টুইটারের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন প্রধানমন্ত্রীকে বিশেষ শ্রদ্ধা জ্ঞাপন করলেন দেশের বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদী। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়িকে বিশেষ শ্রদ্ধা জানিয়ে তিনি টুইট করেছেন, ” তাঁর পুণ্যতিথিতে প্রিয় অটলজিকে শ্রদ্ধা জানাই। আমাদের দেশের উন্নতির জন্য তাঁর অবদান ও অক্লান্ত পরিশ্রমের কথা ভারত সবসময় মনে রাখবে।”

প্রাক্তন প্রধানমন্ত্রীকে এরূপ শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি, প্রাক্তন প্রধানমন্ত্রীর রাজনৈতিক কর্মজীবনের সঙ্গে সম্পর্কিত তাঁর একাধিক ফটোগ্রাফের সঙ্গে নিজের ভয়েজ ওভার যুক্ত করে একটি ভিডিও নির্মাণ করে তা টুইটারে পোস্ট-ও করতে দেখা গেল প্রধানমন্ত্রীকে।

অন্যদিকে, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের সঙ্গে সঙ্গেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বর্গীয় অটল বিহারি বাজপেয়িকে বিশেষ শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপন করে সোশ্যাল মিডিয়ায় টুইট করেছেন, “ভারতরত্ন শ্রী অটলবিহারী বাজপেয়ীজি দেশপ্রেম ও ভারতীয় সংস্কৃতির অন্যতম উদাহরণ ছিলেন। আজ দেশব্যাপী বিজেপির যে সংগঠন তৈরি হয়েছে এর পিছনে তাঁর মতো একজন দৃঢ়চেতা রাজনৈতিক ও দক্ষ সংগঠকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাঁর বর্ণময় কর্মজীবন আজও দেশের লক্ষ লক্ষ বিজেপি নেতা-কর্মীদের অনুপ্রাণিত করে। অটলজির শাসনকালেই প্রথম সুশাসনের স্বাদ পান ভারতবাসী। একদিকে যেমন তিনি সর্বশিক্ষা অভিযান, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা ও জাতীয় সড়ক উন্নয়ন প্রকল্পের মতো কাজ শুরু করেছিলেন তেমনি পোখরানে পরমাণু পরীক্ষা ও কারগিল জয়ের ক্ষেত্রে সামনের সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছেন। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার অটলজির দেখানো পথেই চলছে। তাঁর সুশাসন ও দারিদ্র দূরীকরণ কর্মসূচিকে বাস্তবায়িত করে ভারতকে বিশ্বের সুপার পাওয়ারে পরিণত করার দিকে এগিয়ে চলেছে।”

প্রসঙ্গত ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ির প্রয়াণ দিবসে তাঁকে বিশেষ শ্রদ্ধা জানিয়েছেন। প্রাক্তন প্রধানমন্ত্রী কে শ্রদ্ধা জানিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় টুইট করেছেন, ” প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীজির পুণ্যতিথিতে তাঁকে নতমস্তকে প্রণাম জানাই। দেশের জন্য তাঁর অবদান কোনওদিন ভোলা যাবে না।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!