এখন পড়ছেন
হোম > অন্যান্য > যে পাঁচটি অঙ্কের উপর নির্ভর করছে কলকাতা নাইট রাইডার্সের প্লে-অফে খেলা বা না খেলা, জেনে নিন

যে পাঁচটি অঙ্কের উপর নির্ভর করছে কলকাতা নাইট রাইডার্সের প্লে-অফে খেলা বা না খেলা, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা আবহে এবছর আইপিএল হবে কিনা তা নিয়েই শুরু হয়েছিল জটিলতা। অবশেষে ভারতের গণ্ডি ছাড়িয়ে আমিরশাহীতে বসে জনপ্রিয় এই টুর্নামেন্টের আসর। আর ১৩ বছরে পা দেওয়ার পর, এই বছরেই সব থেকে টানটান হয়ে উঠেছে তা। টুর্নামেন্টের গ্রূপ লীগে বাকি আর মাত্র দুটি ম্যাচ – এখনও নিশ্চিত নয় প্লে-অফে যাবে কোন তিনটি দল। একমাত্র মুম্বই ইতিমধ্যেই প্লে-অফের জন্য কোয়ালিফাই করে গেছে।

আর টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে রাজস্থান, চেন্নাই ও পাঞ্জাব। কিন্তু প্লে-অফের জমজমাট লড়াই জারি ব্যাঙ্গালোর, দিল্লি, কলকাতা ও হায়দারাবাদের মধ্যে। এই চার দলের মধ্যে ছিটকে যাবে একটি দল – ইতিমধ্যেই কলকাতা তাদের গ্রূপ লীগের সব খেলা শেষ করে ফেললেও – বাকি ৩ দলের ম্যাচ রয়েছে আজ ও কাল। যার উপরেই নির্ভর করছে – কে যাবে প্লে-অফে।

আপাতত কলকাতা গ্রূপ লীগের ১৪ ম্যাচের শেষে ১৪ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে রয়েছে, কিন্তু তাদের প্লে-অফের স্বপ্ন আটকে রয়েছে বেশ কয়েকটি সমীকরণের উপরে। আসুন দেখে নিই, কোন কোন অঙ্কে কেকেআর প্লে-অফে যাবে।

১. আগামীকাল মুম্বইয়ের কাছে হেরে গেল হায়দারাবাদ – এটিই সবথেকে সহজ অঙ্ক। সেক্ষত্রে মুম্বই ২০ পয়েন্ট নিয়ে লীগ টপ করবে এবং দিল্লি-ব্যাঙ্গালোর ম্যাচের জয়ীর সঙ্গে প্রথম সিলেক্টরে খেলবে (জয়ীর পয়েন্ট হবে ১৬, পরাজিত ও কলকাতার পয়েন্ট হবে ১৪, হায়দারাবাদ ১২ পয়েন্টেই থেমে যাবে)। কলকাতা দিল্লি-ব্যাঙ্গালোর ম্যাচের পরাজিতের সঙ্গে প্রথম এলিমিনেটর খেলবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

২. কিন্তু হায়দারাবাদ জিতে গেলে চলে আসবে রানরেটের অঙ্ক। সেক্ষেত্রে দিল্লি-ব্যাঙ্গালোর ম্যাচের জয়ীর পয়েন্ট হবে ১৬ – তারা প্রথম সিলেক্টরে মুম্বইয়ের সঙ্গে খেলবে। কলকাতা, হায়দারাবাদ ও দিল্লি-ব্যাঙ্গালোর ম্যাচের পরাজিত – ৩ দলেরই পয়েন্ট হবে ১৪। এমনিতেই হায়দারাবাদের রানরেট ভালো – শেষ ম্যাচ জিতলে তারা চলে যাবে প্লে-অফে। বাকি সুই দলের মধ্যে লড়াই হবে প্লে-অফের শেষ স্লটের জন্য।

৩. আপাতত যা রানরেটের যা অবস্থা – তাতে কলকাতার থেকে ভালো অবস্থায় আছে দিল্লি ও ব্যাঙ্গালোর। তাই আজকের দিল্লি-ব্যাঙ্গালোর ম্যাচে যদি কোনো দল বড় ব্যবধানে হারে – তবেই তারা কলকাতার পিছনে চলে যাবে। সেক্ষত্রে হায়দারাবাদের সঙ্গে কলকাতাও প্লে-অফে যাবে। কিন্তু দিল্লি-ব্যাঙ্গালোর ম্যাচের ফয়সালা ঠিক কিরকম হতে হবে?

৪. যদি ব্যাঙ্গালোর জয়ী হয় – আগে ব্যাট করলে ব্যাঙ্গালোরকে অন্তত ১৮ রানে জয়ী হতে হবে। পরে ব্যাট করলে ১.৪ ওভার বাকি থাকতেই প্রয়োজনীয় রান তুলে নিতে হবে। এই দুই ক্ষেত্রেই তখন দিল্লির রানরেট কলকাতার নীচে চলে আসবে। আর সেক্ষত্রে হায়দারাবাদ জিতলেও কলকাতা প্লে-অফে, ছিটকে যাবে দিল্লি।

৫. যদি দিল্লি জয়ী হয় – আগে ব্যাট করলে দিল্লিকে অন্তত ২২ রানে জয়ী হতে হবে। পরে ব্যাট করলে ২.২ ওভার বাকি থাকতেই প্রয়োজনীয় রান তুলে নিতে হবে। এই দুই ক্ষেত্রেই তখন ব্যাঙ্গালোরের রানরেট কলকাতার নীচে চলে আসবে। আর সেক্ষত্রে হায়দারাবাদ জিতলেও কলকাতা প্লে-অফে, ছিটকে যাবে ব্যাঙ্গালোর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!