এখন পড়ছেন
হোম > অন্যান্য > এই পাঁচ জিনিস বিছানার তলায় রাখলে চরম দুর্ভাগ্য নেমে আসবে! জেনে নিন এখনই, হয়ে যান সাবধান!

এই পাঁচ জিনিস বিছানার তলায় রাখলে চরম দুর্ভাগ্য নেমে আসবে! জেনে নিন এখনই, হয়ে যান সাবধান!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্টআমরা অনেক বয়স্ক মানুষকে বলতে শুনেছি, ” বাড়িরও প্রাণ আছে।” শুনতে বোকা বোকা লাগলেও মনে রাখা দরকার ইউরোপ বা আমেরিকাতেও সেই দেশের মানুষেরা বাড়ির দিক নির্ধারণ বা বাড়িতে তাদের নিজেদের শাস্ত্র অনুযায়ী বাস্তুতন্ত্র মেনে চলেন। কারন মনে করা হয়, যে গৃহে পজিটিভ এনার্জি বেশি থাকে সেই বাড়িতে আয়-উপার্জন বেশি, আর যে বাড়িতে নেগেটিভ এনার্জি বিরাজ করে তা জীবনের সব শুভ কাজে বাঁধা দেয়। বড়ো ক্ষতি হওয়ারও সম্ভাবনা থেকে যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আসুন আজ জেনে নিই এমন একটি প্রয়োজনীয় বিষয় যা জানা থাকলে আপনি গৃহজাত অনেক সমস্যা থেকে মুক্তি পাবেন। আমরা অনেকেই বিছানার তলাকে ‘স্টোর স্পেস’ হিসেবে ব্যাবহার করে থাকি। অর্থাৎ, বিছানার তলায় বাড়ির যাবতীয় জিনিসপত্র, প্রয়োজনীয় -অপ্রয়োজনীয় বস্তু সামগ্রী রেখে দিই।

কিন্তু আমরা কী জানি বিছানার তলায় কোন কোন জিনিস একেবারেই রাখতে নেই? না জানলেও ক্ষতি নেই, চলুন আজ জেনে নিই।

১. জুতো — ফেং সুই মতে বিছানার তলায় কখনোই জুতো বা চটি রাখা উচিৎ নয়৷ এতে আমাদের ঘুমের ব্যাঘাত ঘটতে পারে।

২. ঝাড়ু — বিছানার নীচে ভুলেও ঝাড়ু রাখবেন না। এতে সংসারে দারিদ্র্য আসে এবং অবাব অনটন দেখা দেয়।

৩. যন্ত্রপাতি — বিছানার নীচে যন্ত্রপাতি বা ব্যায়ামের জিনিসপত্র রাখলে দাম্পত্য জীবনে অশান্তি নেমে আসে। সংসার বিষময় হয়ে ওঠে।

৪. বইপত্র — বই মানুষকে মানুষিক দিক থেকে উন্নত করে। তাই বিছানার তলায় বই রাখলে আপনার মন মানসিকতা নিম্নগামী হতে পারে। মানসিক অবসাদেও ভুগতে পারেন আপনি।

৫. ছুরি বা ধারালো জিনিস — ফেং সুই মতে ছুরি বা ধারালো জিনিস মানুষের জীবনে নেগেটিভ প্রভাব ফেলে। এগুলি বিছানার তলায় রাখলে আপনার মধ্যে হিংসাত্মক গুণ বৃদ্ধি পেতে পারে।

তাই দূর্ভাগ্য এড়াতে এই পাঁচটি জিনিস কখনোই বিছানার তলায় রাখবেন না৷ বিছানা মানুষের জীবনে অতি কাছের বস্তু। এখানেই আপনি পেতে পারেন শান্তির ঘুম। তাই বিছানার ব্যাপারে বিশেষ ভাবে সজাগ থাকুন আর আপনার গৃহকে সুখের মন্দির করে তুলুন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!