এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ফলাফলের আগেই হার স্বীকার! ভবানীপুর নিয়ে একি বললেন দিলীপ ঘোষ!

ফলাফলের আগেই হার স্বীকার! ভবানীপুর নিয়ে একি বললেন দিলীপ ঘোষ!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ভবানীপুর নিয়ে বিজেপি প্রথম থেকেই হাড্ডাহাড্ডি লড়াই দিয়েছিল। কিন্তু নির্বাচন শুরু হওয়ার প্রথম দিকে বিজেপি প্রার্থী ময়দান কাঁপালেও শেষ দিকে আর সেই ভাবে দেখতে পাওয়া যায়নি তাকে। বরঞ্চ বিজেপির পক্ষ থেকে বারবার অভিযোগ করা হয়েছে, নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হলেও লাভের লাভ কিছুই হয়নি। আর এবার সেই নির্বাচন কমিশনকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।

কার্যত নিজের মন্তব্যের মধ্যে দিয়ে তিনি বুঝিয়ে দিলেন, নির্বাচন কমিশনের লক্ষ্য ছিল মমতা ব্যানার্জিকে জয়লাভ করানো এবং সেটাই হয়েছে। স্বাভাবিকভাবেই দিলীপবাবুর এই মন্তব্যের পর একাংশ বলছেন, ফলাফল ঘোষণার আগেই কার্যত হার স্বীকার করে নিতে হলো গেরুয়া শিবিরকে। তারা বুঝতে পেরেছে যে, ভবানীপুরে তাদের পক্ষে জয়লাভ করা সম্ভব নয়। তাই এখন ফলাফল প্রকাশের আগে ড্যামেজ কন্ট্রোল করতে দিলীপ ঘোষ এই সমস্ত কথা বলার চেষ্টা করছেন। স্বাভাবিকভাবেই দিলীপবাবুর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে এখন রীতিমত আলোড়ন সৃষ্টি হয়েছে রাজ্য রাজনীতিতে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, ভবানীপুরের নির্বাচনের পর আজ শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর সেখানে নির্বাচন কমিশন সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। এদিন এই প্রসঙ্গে তিনি বলেন, “কমিশন মমতা ব্যানার্জিকে ভোটে জেতার জন্য নির্বাচন করে, তাহলে স্বাভাবিকভাবেই অন্য কোনো অভিযোগ নেবে না। আমার ওপর, অর্জুন সিংহের উপর আক্রমণ করা হয়েছে। কিন্তু তাদের ওপর কোনো কিছু হল না। লোক দেখানোর জন্য চারজনকে ধরে নিয়ে গিয়ে পড়ে ছেড়ে দেওয়া হল। কমিশনের লক্ষ্য ছিল, মমতা ব্যানার্জিকে জেতানো এবং বিজেপিকে আটকানো। সেটাই হয়েছে।” স্বভাবতই দিলীপ ঘোষের এই অভিযোগের পর নানা মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তাহলে কি কমিশনের কাজে খুশি নয় গেরুয়া শিবির? নিজের এই মন্তব্যের মধ্য দিয়ে কি বোঝাতে চাইলেন দিলীপবাবু, তা নিয়ে নানা মহলে উঠতে শুরু করেছে প্রশ্ন।

অনেকে বলছেন, দিলীপ ঘোষ বুঝতে পেরেছেন যে, তাদের পক্ষে এই কেন্দ্রে জয়লাভ করা সম্ভব নয়। তাই এতদিন ময়দান কাপালেও ভোট মেটার সাথে সাথেই এখন নির্বাচন কমিশনের ঘাড়ে দোষারোপ করে পরিস্থিতি সামলানোর চেষ্টা করছেন তিনি। স্বভাবতই গোটা বিষয়টিকে কেন্দ্র করে গুঞ্জন কিন্তু ক্রমশ বাড়তে শুরু করেছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!