এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ফ্যাট থেকে উদ্ধার করোনা রোগীর ঝুলন্ত প্রাণহীন দেহ, আতঙ্ক ছড়ালো এলাকাজুড়ে

ফ্যাট থেকে উদ্ধার করোনা রোগীর ঝুলন্ত প্রাণহীন দেহ, আতঙ্ক ছড়ালো এলাকাজুড়ে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনায় মৃত্যুর মিছিল যখন দীর্ঘ থেকে দীর্ঘতর হতে শুরু করেছে, এই পরিস্থিতিতে আজ রিজেন্ট পার্ক থানা এলাকার অন্তর্গত পূর্ব পুঁটিয়ারি থেকে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। ৮১ বছর বয়স্ক এই বৃদ্ধ করোনা আক্রান্ত হয়েছিলেন। ফ্লাট থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের অনুমান, আত্মহত্যা করেছেন এই বৃদ্ধ। কিছুদিন আগেই করোনা রিপোর্ট পজেটিভ এসেছিল তাঁর। হোম আইসোলেশনে ছিলেন তিনি। অনুমান করা হচ্ছে, মানসিক অবসাদের কারণে আত্মহত্যা করেছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আজ রিজেন্ট পার্কের পুঁটিয়ারির একটি ফ্ল্যাট থেকে ৮১ বছর বয়স্ক বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। প্রতিবেশী সূত্রের খবর, কিছুদিন আগে তিনি তাঁর করোনা পরীক্ষা করেছিলেন। তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছিল। প্রতিবেশীরা তার খোঁজখবর রেখেছিলেন। তবে গতকাল রাত থেকে বৃদ্ধের কোন খোঁজ খবর পাওয়া যায়নি, ডাকলেও সাড়া পাওয়া যায়নি। এরপর পুলিশে খবর দিলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ শেষ পর্যন্ত উদ্ধার করে বৃদ্ধের ঝুলন্ত মৃতদেহ। পুলিশের অনুমান, করোনা আক্রান্ত হবার কারণে মানসিক অবসাদ থেকেই আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছেন এই বৃদ্ধ। ঘটনায় এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে।

এদিকে, গড়িয়াহাট থেকে একজন মধ্যবয়স্ক মহিলার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে গড়িয়া হাটের ফার্ণ রোডের এক ফ্ল্যাটে একাই ছিলেন ৪৯ বছর বয়স্ক এই মহিলা। কিছুদিন আগে করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। গতকাল রাতে কোন সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেয়া হয়েছিল। পুলিশ এসে তাঁর মৃতদেহ উদ্ধার করে।

সম্প্রতি যেভাবে করোনার মৃত্যুর মিছিল চলছে, যেভাবে মৃতদেহ পড়ে থাকতে দেখা যাচ্ছে ঘন্টার পর ঘন্টা বাড়িতে বা হাসপাতালে, শ্মশানে যেভাবে জমছে মৃতদেহ, মৃতদেহ ফেলে যেভাবে পালিয়ে যাচ্ছে এম্বুলেন্স চালকেরা। এই সমস্ত ঘটনা থেকেই মানসিক অবসাদে জর্জরিত হচ্ছেন অনেকে। মানসিক অবসাদ থেকে শেষ পর্যন্ত বেছে নিচ্ছেন আত্মহননের পথ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!