৬৫০ কোটি বিনিয়োগ করে ৫ হাজার কর্মসংস্থান নিয়ে বাংলায় আসছে ফ্লিপকার্ট জাতীয় রাজ্য March 21, 2018 রাজ্যবাসীর মুখে হাসি ফুটিয়ে ৬৫০ কোটি বিনিয়োগ করে ৫ হাজার কর্মসংস্থান নিয়ে বাংলায় আসছে ফ্লিপকার্ট। এই নিয়ে সংস্থা কর্তৃপক্ষ জানিয়েছে পশ্চিমবঙ্গে ৮০ একর জমিতে ‘লজিস্টিক্স হাব’ তৈরির সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। সম্ভাব্য লগ্নির অঙ্ক ৬৫০ কোটি টাকা। ৮০ একর পেতে সমস্যা হবে না বলে জানিয়েছেন অমিত মিত্র। তিনি জানান ”জমি সমস্যা হবে না। আরো নতুন খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে রাজ্যের বিনিয়োগ পরিবেশ যে অনুকূল, তা প্রমাণ করছে এই লগ্নি।” জানা গেছে শিল্পোন্নয়ন নিগমের পক্ষ থেকে ফ্লিপকার্টের প্রতিনিধিদলকে জমি দেখানো হয়েছে। নিগমের খড়্গপুর ও পানাগড় শিল্পতালুকে জমি দেখেছে সংস্থা। জানা গেছে পশ্চিমবঙ্গে ৮০ একর জমিতে ‘লজিস্টিক্স হাব’ তৈরি হবে তার জন্য লগ্নি হবে ৬৫০ কোটি টাকা। ৪০ লক্ষ বর্গ ফুট জুড়ে পরিকাঠামো তৈরি হবে। তাঁদের দাবি, এর দরুন প্রত্যক্ষ কর্মসংস্থান হবে ৫,০০০ জনের। পরোক্ষ ভাবে কর্মসংস্থান হবে আরও ১৫ হাজার।কলকাতায় বিনিয়োগ প্রসঙ্গে কলকাতায় ফ্লিপকার্টের ভাইস প্রেসিডেন্ট অমিতেশ ঝা জানান,”দ্রুততম হারে বাড়তে থাকা ব্যবসার কারণেই এই অঞ্চলে হাব তৈরি জরুরি। পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার সুবাদেই এ রাজ্যকে বেছে নেওয়া হয়েছে।” আপনার মতামত জানান -