এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ফল ঘোষণার পর থেকেই রাজ্যজুড়ে অশান্তি, সংঘর্ষ বোমাবাজি

ফল ঘোষণার পর থেকেই রাজ্যজুড়ে অশান্তি, সংঘর্ষ বোমাবাজি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনে একেবারেই অপ্রত্যাশিত ফললাভ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল। নির্বাচনে জয়ের হ্যাটট্রিক করে তৃতীয় বারের জন্য ক্ষমতায় এলো তৃণমূল, পর্যুদস্ত গেরুয়া শিবির ও একেবারে শূন্য হাতে ফিরতে হলো বাম, কংগ্রেস ও আইএসএফ দলকে। নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে নানা স্থানে অশান্তি, সংঘর্ষ, অগ্নিকাণ্ড, বোমাবাজির ঘটনা ঘটতে শুরু করেছে। অধিকাংশ স্থানেই এই সমস্ত কাজের জন্য দায়ী করা হচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূলকে।

গতকাল রাতে কাঁকুড়গাছির শীতলাতলা এলাকাতে জনৈক বিজেপি কর্মীকে মারধর ও তাঁকে খুনের অভিযোগ উঠেছে। ৩০ বছর বয়স্ক বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে বাড়ি থেকে বের করে এনে প্রচন্ড মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। আবার গতকাল আরামবাগে এক বিজেপি পার্টি অফিস পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই সল্টলেকের বিভিন্ন স্থানে শুরু হয়েছে অশান্তি। সুকান্তনগরে জনৈক বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর চালানো হল, নিউটাউনে এক পার্টি অফিস দখল নিয়ে চলল অশান্তি। আইএসএফের সঙ্গে তৃণমূলের সংঘর্ষ বাঁধে ভাঙরে। ঘটনায় দুই দলেরই বেশ কিছু কর্মী আহত হন।

মুর্শিদাবাদের কান্দির বাগডাঙ্গা এলাকায় কান্দি টাউন বিজেপি সভাপতির বাড়িতে চলল বোমাবাজি। তিনি অভিযোগ করেছেন, রাতে হঠাৎ বিকট শব্দ শুনে তিনি বাইরে বেরিয়ে আসেন। দেখেন একটি বোমা ফেটেছে আরেকটি তাজা বোমা তাঁদের বাড়ির সামনে পড়ে রয়েছে। এই ঘটনার জন্য তিনি সরাসরি অভিযোগ করেছেন স্থানীয় তৃণমূল নেতা তাপস মিশ্রকে।

আবার, গতকাল নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকে ঘিরে বিক্ষোভ ও হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। গতকাল শংসাপত্র আনতে যাওয়ার সময় হলদিয়া মহকুমা শাসকের দপ্তরের কাছে শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। শেষ পর্যন্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পুলিশের সামনেই হুমকি দিতে দেখা যায় তৃণমূল কর্মীদের। আবার, নন্দীগ্রামে ভোট গণনায় কারচুপির অভিযোগ তুলে গতকাল ভূতার মোড়ে পথ অবরোধ করতে দেখা যায় তৃণমূল কর্মীদের। যার ফলে শুরু হয় তীব্র যানজট।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!