এখন পড়ছেন
হোম > রাজনীতি > ফলাফল ঘোষণার দিনেই বিরোধী শিবিরে স্বস্তি , জামিন পেলেন নওশাদ !

ফলাফল ঘোষণার দিনেই বিরোধী শিবিরে স্বস্তি , জামিন পেলেন নওশাদ !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর গ্রেফতারি নিয়ে বারবার রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে। বাম, কংগ্রেস এবং বিজেপির পক্ষ থেকেও সরকারের স্বেচ্ছাচারী আচরণ নিয়ে তোলা হয়েছে প্রশ্ন । আর এই পরিস্থিতিতে নওশাদ সিদ্দিকী মাঝেমধ্যেই সংবাদমাধ্যমের সামনে প্রতিক্রিয়া দিতে গিয়ে সরকারের বিরুদ্ধে মন্তব্য করেছেন। তবে অবশেষে সাগরদিঘী বিধানসভা কেন্দ্রের উপর নির্বাচনে যখন কংগ্রেসের জয়ের আভাস পাওয়া যাচ্ছে, ঠিক তখনই জামিন পেলেন নওশাদ সিদ্দিকী। যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রাজ্যজুড়ে।

সূত্রের খবর, এদিন নওশাদ সিদ্দিকীর জামিনের আবেদন মঞ্জুর করা হয়। আর তারপরেই তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়ে দেওয়া হয়। প্রসঙ্গত উল্লেখ্য, কলকাতায় অশান্তি ছড়ানোর চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয় এই আইএসএফ বিধায়ককে । তারপর নানা সময়ে নানা অভিযোগ ওঠে। অবশেষে গ্রেপ্তার হওয়ার 40 দিনের মাথায় জামিন পেলেন নওশাদ সিদ্দিকী। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!