এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > দন্ডিকান্ড নিয়ে বড় পদক্ষেপ, বনধে স্তব্ধ দিনাজপুর! চাপে তৃণমূল!

দন্ডিকান্ড নিয়ে বড় পদক্ষেপ, বনধে স্তব্ধ দিনাজপুর! চাপে তৃণমূল!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- গত এপ্রিল মাসের ৭ তারিখে তপনের চার আদিবাসী মহিলাকে দন্ডী কাটিয়ে তৃণমূলে যুক্ত করেছিলেন তৎকালীন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের সভানেত্রী প্রদীপ্তা চক্রবর্তী। আর তারপর থেকেই শুরু হয় প্রতিবাদ গোটা রাজ্য জুড়ে প্রদীপ্তা চক্রবর্তী শাস্তির দাবিতে আওয়াজ উঠতে শুরু করে। ইতিমধ্যেই তৃণমূলের পক্ষ থেকে প্রদীপ্তাদেবীর বিরুদ্ধে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

কিন্তু তাকে কেন গ্রেফতার করা হয়নি, সেই প্রশ্ন ক্রমশ উর্ধ্বমুখী। আর এই পরিস্থিতিতে এবার গোটা দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে বনধ ডেকে জনজীবন স্তব্ধ করে দিল আদিবাসী সিঙ্গেল অভিযান কমিটি। জানা গিয়েছে, আজ দন্ডী কান্ড সহ একাধিক বিষয়ে গোটা রাজ্যে আদিবাসী সিঙ্গেল অভিযানের পক্ষ থেকে বন্ধের ডাক দেওয়া হয়েছে। আর তার চরম প্রভাব পড়েছে দক্ষিণ দিনাজপুর জেলায়।

প্রসঙ্গত, আজ সকাল থেকেই 12 ঘণ্টার বনধের ডাক দিয়েছে আদিবাসী সিঙ্গেল অভিযান কমিটি। যেখানে আদিবাসীদের ওপর রাজ্য জুড়ে নির্যাতন সহ দন্ডিকাণ্ডের প্রতিবাদ ছাড়াও একাধিক বিষয় রয়েছে। ইতিমধ্যেই সকাল থেকে রাস্তায় আন্দোলনে নেমেছে আদিবাসী সমাজ। একাধিক সরকারি এবং বেসরকারি বাস আটকে দেওয়া হয়েছে বালুরঘাটে। যার ফলে প্রবলভাবে ব্যাহত হচ্ছে জনজীবন।

বিশেষজ্ঞদের মতে, দণ্ডীকাণ্ড সহ একাধিক বিষয় নিয়ে আদিবাসীদের চাপে রীতিমতো জেরবার রাজ্য তৃণমূল সরকার। কেন এখনও পর্যন্ত মূল অভিযুক্ত প্রদীপ্তা চক্রবর্তীকে গ্রেফতার করা হয়নি, সেই প্রশ্ন তুলে বারবার আন্দোলনে নামছে আদিবাসী সিঙ্গেল অভিযান। আর তার প্রভাবে এবার বনধের কারণে মাশুল চোকাতে হচ্ছে সাধারণ মানুষকে। তবে শেষ পর্যন্ত গোটা ঘটনা নিয়ে সরকারের পক্ষ থেকে কি পদক্ষেপ গ্রহণ করা হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!