এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ফনীর ফনাটা আমার দিকে মাথা তুললেই, আমি ওখানে ঝাপাতাম – দাবি মুখ্যমন্ত্রীর

ফনীর ফনাটা আমার দিকে মাথা তুললেই, আমি ওখানে ঝাপাতাম – দাবি মুখ্যমন্ত্রীর


ভোটের মরশুমে একের পর এক নির্বাচনী জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করতে দেখা যাচ্ছে তৃনমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সম্প্রতি সাইক্লোন ঝড় হিসেবে পরিচিত ফনীর বাংলায় আগমন নিয়েও সেই মমতা বনাম মোদির দ্বৈরথ চরমে উঠতে দেখা যায়।

উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ককে ফোন করে প্রধানমন্ত্রী সেই রাজ্যের খোঁজখবর নিলেও কেন বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে তাঁকে ফোন করেননি তা নিয়ে প্রকাশ্যে মোদির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। তবে প্রধানমন্ত্রীর তরফে অবশ্য জানানো হয়েছে, ফোন করা হয়েছিল মুখ্যমন্ত্রীর দপ্তরে।

কিন্তু সেখানেই পরে ফোন করতে বলা হয়েছে। তাই বাধ্য হয়ে রাজ্যপালের সঙ্গে আলোচনা করা হয়েছে। তবে এবার এই প্রসঙ্গে শনিবার বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নুসরাত জাহানের সমর্থনে হাড়োয়ার জনসভা থেকে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে কড়া ভাষায় আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে এদিন তিনি বলেন, “তুমি আমার মোবাইল নম্বর জানো না? কে কটা মেসেজ করছে, কল করছে, সব দেখে তোমার আইবি। কেন আমার মোবাইল নম্বরে ফোন করেননি?”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি কেন্দ্র বাংলাকে সাহায্য করছে বলে বিজেপির পক্ষ থেকে দাবি করা হলেও এদিন সেই প্রসঙ্গে পাল্টা বিজেপিকে উদ্দেশ্য করে সুর চড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ওনারা বলছেন, এত টাকা দিয়েছি। কোথা থেকে দিয়েছো? তোমার বাড়ির টাকা, নাকি পার্টির টাকা, নাকি আরএসএসের টাকা? তুমি বাংলা থেকে টাকা তুলে এক্সাইজ তুলে হাজার হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছ, আর 7 শতাংশ টাকা দিচ্ছ। এটা জনগণের টাকা। তোমার জমিদারির টাকা নয়।”

এদিকে ফনী মোকাবিলায় তিনি খড়্গপুরের কন্ট্রোল রুমে বসে রাজ্যের সমস্ত ঘটনার প্রতি নজর রাখছিলেন বলেও এদিন মন্তব্য করেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “ফনী ফনা তুলবে বলে বাংলায় যেখান থেকে ঢোকার কথা ছিল, আমি সেখানে গিয়ে বসেছিলাম। ফনির ফনাটা আমার দিকে তুললেই আমি ওখানে ঝাপাতাম। আর নরেন্দ্র মোদি আপনি তো নির্বাচনী বৈঠক করে বেড়াচ্ছিলেন।” অন্যদিকে মুখ্যমন্ত্রীকে না ডেকে মুখ্যসচিবকে সাথে নিয়ে কি করে একজন প্রধানমন্ত্রী আলাদাভাবে মিটিং করতে পারেন তা নিয়েও এদিন প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!