এখন পড়ছেন
হোম > রাজ্য > ২০১৯ এর লক্ষ্যে ‘তৃণমূলী’ কায়দায় ঘর ভাঙানোর খেল জলদি শুরু করছেন মুকুল রায়?

২০১৯ এর লক্ষ্যে ‘তৃণমূলী’ কায়দায় ঘর ভাঙানোর খেল জলদি শুরু করছেন মুকুল রায়?


আগামী পঞ্চায়েত ভোটের সমস্ত দ্বায়িত্ত্ব মুকুল রায়কে দিয়েছেন কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব।আর সেই মতো নিজেকে প্রমান করতে মাঠে নেমে পড়েছেন মুকুলবাবু। বার বার তৃণমূলের নানা সভা থেকে নেতৃত্ব বর্গ জানিয়েছেন যে যে তারা বিজেপিকে কোথাও দেখতে পাচ্ছেন না। বিজেপি কোথাও নেই। যেটুকুও আছে তা পঞ্চায়েত ভোটেই নিশ্চিহ্ন হয়ে যাবে। তৃণমূলের দাবি যারা বিজেপিতে ছিলেন তারাও তৃণমূলের দিকে পা বাড়িয়েছেন ও আগামী দিনে ও আসতে চলেছেন। কিন্তু এদিন মুকুলবাবু অন্য কথা জানালেন। তিনি এদিন কলকাতায় জানালেন,“তৃণমূলের গ্রামসভা থেকে শুরু করে সাংসদদের একটা বড় অংশের মানুষ আমার সঙ্গে যোগাযোগ রাখছে” তবে করা যোগাযোগ রাখেন সেই নিয়ে মুখ খুলতে চাননি বিজেপি নেতা। তিনি জল্পনা বাড়িয়ে শুধু বলেছেন,“ কিছু কিছু সময় কিছু কিছু কথা উহ্য রেখে বলতে হয়।” আর এই কথা শুধু যে কলকাতাতেই বলেছন তা নয় পাশাপাশি নদিয়াতেও বলেছেন।নদিয়ায় গিয়ে দলীয় কর্মীদের ময়দান না ছাড়ার বার্তা দিয়েছেন মুকুল রায়। তাঁর কথায়, “ভয় পেলে হবে না। ময়দান ছেড়ে চলে গেলে হবে না। দাঁড়িয়ে থাকতে হবে। লড়াই করতে হবে। তবেই জিত হবে।”তাই অনেকের মতে রাজনীতির চাণক্য ইতিমধ্যেই ঘর গোছাতে শুরু করে দিয়েছেন।আর তার জন্য তৃণমূলের ঘরের দিকেই প্রথমে নজর দিয়েছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!