এখন পড়ছেন
হোম > অন্যান্য > করোনার তথ্যের আড়ালে মানুষকে সর্বস্বান্ত করতে জাল পাতছে অপরাধীরা! ঘুম উড়েছে খোদ সিবিআইয়ের!

করোনার তথ্যের আড়ালে মানুষকে সর্বস্বান্ত করতে জাল পাতছে অপরাধীরা! ঘুম উড়েছে খোদ সিবিআইয়ের!


কারো পৌষ মাস কারো সর্বনাশ বোধহয় একেই বলে। যখন করোনা সংক্রমণের কারণে আতঙ্কিত হয়ে দেশবাসী পরিত্রাণ পাওয়ার রাস্তা খুঁজে চলেছে সর্বত্র, তখন আরেক শ্রেণীর মানুষ এই করোনাকেই হাতিয়ার করে লুটতরাজ করতে নেমে পড়েছে তবে আগেকার দিনের মতন রাস্তায় লুটতরাজ এখন হবে না কারণ রাস্তায় এখন লোকজন এর কারণে কেউই বেরোচ্ছে না তাই অপরাধীরা আশ্রয় নিয়েছে সাইবার পথের।

আর করোনা সংবাদকে হাতিয়ার করে মানুষকে সর্বশান্ত করার পেছনে উঠে পড়ে লেগেছে কিছু লোভী প্রতারক। এবার প্রতারণা করার জন্য আশ্রয় নেওয়া হচ্ছে করোনা তথ্যের সিবিআই সূত্রে জানা গেছে সারবেরাস নামে একটি অভিনব সফটওয়্যার কে সাহায্য করে এই প্রতারণার জাল পাতা হয়েছে এব্যাপারে সিবিআইয়ের পক্ষ থেকে প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এবং কেন্দ্রীয় এজেন্সিগুলোকে সতর্ক করা হয়েছে বলে জানা গেছে।

সূত্রের খবর করোনা সংক্রান্ত তথ্য দেওয়ার নাম করে স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে একটি লিংক পৌঁছে যাচ্ছে। বলা হচ্ছে ওই লিংকে ক্লিক করলে করোনা সংক্রান্ত সমস্ত তথ্য পাওয়া যাবে। যখন ব্যবহারকারী মোবাইলে পাঠানো লিঙ্কটিতে ক্লিক করছে, তখনই তার কাছে অনেকগুলি ডাউনলোড লিংক পাঠিয়ে দেওয়া হচ্ছে। আর এর মাধ্যমেই ট্রোজেন ভাইরাস দিয়ে সাধারণ মানুষের সমস্ত ব্যাংকের তথ্য হাতিয়ে নিচ্ছে সাইবার অপরাধীরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই তথ্য ইন্টারপোলের কাছ থেকে পেয়েছে সিবিআই। তারপর এই সতর্কবার্তা জারি করা হয়েছে দেশজুড়ে। বেশ কিছুদিন ধরেই দেখা যাচ্ছে কোন ভাইরাসের আতঙ্ককে ব্যবহার করে প্রতারণার ঘটনা পরপর ঘটে চলেছে। এই নিয়ে যথেষ্টই উদ্বিগ্ন ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। অন্যদিকে জানা গেছে সিবিআইয়ের পক্ষ থেকে গত 27 এপ্রিল দেশের প্রতিটি রাজ্যের পুলিশ বিভাগ এবং হাসপাতাল বিভাগকে সাইবার হামলার সতর্কবার্তা পাঠানো হয়েছে।

জানা যায় সাইবার-অপরাধীরা বিভিন্ন হাসপাতালের তথ্য হ্যাক করে, বিশাল টাকা দাবি করছে। তার থেকেও বড় কথা গুরুত্বপূর্ণ ফাইল সিস্টেম নষ্ট করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। এই মর্মে বেশ কিছুদিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে জুম অ্যাপটিকে মোটেই নিরাপদ স্থানে রাখছেনা বলে জানা যায়। আপাতত বারবার দেশবাসীকে সাবধান করা হচ্ছে, এ ধরনের প্রতারণার ফাঁদে যেন পা না দেয় কেউ।

সাইবার বিশেষজ্ঞদের মতে, প্রতারকরা এমন ভাবে পুরো বিষয়টি করছে যাতে সাধারণ মানুষের মনে বিন্দুমাত্র সন্দেহ না হয়। খুব স্বাভাবিক ভাবেই পুলিশের পক্ষ থেকে এ ধরনের প্রতারণার পেছনে যারা আছে তাদের ধরার জন্য উঠেপড়ে লাগা হয়েছে বলে জানা গেছে। কিন্তু যতদিন না প্রতারকরা ধরা পড়ে ততদিন দেশবাসীকে সাবধান থাকার কথা বলা হচ্ছে। অর্থাৎ করোনার তথ্য দেওয়া নাম করে কোনো অচেনা নাম্বার থেকে কোনো ম্যাসেজ বা লিঙ্ক পেলেই সাবধান হয়ে যান। কিছুতেই কোনো অচেনা লিঙ্কে ক্লিক করবেন না!

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!